• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    নেশনস লিগ : ফাতি-রামোসের রেকর্ডের রাতে স্পেনের বড় জয়, ধুঁকছে জার্মানি

    নেশনস লিগ : ফাতি-রামোসের রেকর্ডের রাতে স্পেনের বড় জয়, ধুঁকছে জার্মানি    

    জার্মানির বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন, ইউক্রেনের বিপক্ষে প্রথম দেশের জার্সি গায়ে শুরু থেকে খেলার সুযোগ পেয়েছিলেন। মাঠে নেমে কী দারুণভাবেই না কোচ লুইস এনরিকের আস্থার প্রতিদান দিলেন আনসু ফাতি। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন, সেখান থেকে গোল করেন সার্জিও রামোস। এরপর ৩২ মিনিটে নিজেই দুর্দান্ত এক গোল করার মাধ্যমে স্পেনের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। ১৯২৫ সালে স্পেনের হয়ে প্রয়াত হুয়ান এরাজকিনের (১৮ বছর ৩৪৪ দিন) সবচেয়ে কম বয়সে গোল করার ৯৫ বছর পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন ফাতি (১৭ বছর ৩১১ দিন)।


    বার্সেলোনার একাডেমী থেকে উঠে আসা ফাতি ক্লাব পর্যায়েও অনেক রেকর্ড ওলট-পালট করেছেন। গত বছর বার্সেলোনার হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলস্কোরার হন তিনি। আর সেসবের সুবাদেই স্পেনের নেশনস লিগ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। দেশের হয়ে প্রথম দুই ম্যাচেই বুঝিয়ে দিলেন, আন্তর্জাতিক পর্যায়েও সামনের দিনগুলো দ্যুতি ছড়াবেন তিনি।

    এদিকে ফাতির রেকর্ডের দিনে স্পেন অধিনায়ক রামোসও পিছিয়ে ছিলেন না। তৃতীয় মিনিটে পেনাল্টির পর ২৯ মিনিটে আরও এক গোল করেছেন এই ডিফেন্ডার। আর এই দুই গোলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি গোল করা ডিফেন্ডারের খেতাব নিজের করে নিয়েছেন রামোস। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দানিয়েল পাসারেল্লার ২২ গোলের রেকর্ড  ছাড়িয়ে গেছেন তিনি, স্পেন অধিনায়কের গোলসংখ্যা এখন ২৩। ২২ গোল করতে অবশ্য মোটে ৭০ ম্যাচ খেলেছিলেন পাসারেল্লা, সেখানে ১৭২ ম্যাচ খেলে গোলসংখ্যার দিক দিয়ে তাকে পেছনে ফেলেছেন ২০১০ বিশ্বকাপজয়ী রামোস।

    স্পেনের রেকর্ডময় দিনে প্রথম আন্তর্জাতিক গোল পেয়েছেন ম্যানচেস্টার সিটির নতুন সাইনিং ফেরান তোরেসও। ৮৪ মিনিটে তার গোল দিয়েই গোলের হালি পূর্ণ হয় স্পেনের। নেশনস লিগের প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ৪-০ গোলে ইউক্রেনকে হারিয়ে দিয়েছে এনরিকের স্পেন।

    স্পেনের ভাগ্য ফিরলেও জোয়াকিম লো-র জার্মানি ধুঁকছে। প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্রয়ের পর এবার একই ব্যবধানে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে জার্মানি। ম্যাচের মাত্র ১৪ মিনিটে ইলকায় গুন্দোয়ানের গোলে এগিয়ে গেলেও এরপর আর সুইসদের জাল খুঁজে পায়নি জার্মানরা। উল্টো ৫৭ মিনিটে সিলভান উইডমার গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফিরিয়ে আনেন।

    নেশনস লিগে দিনের অন্য ম্যাচগুলোর ফল

    ওয়েলস ১-০ বুলগেরিয়া

    হাঙ্গেরি ২-৩ রাশিয়া

    আয়ারল্যান্ড ০-১ ফিনল্যান্ড

    সার্বিয়া ০-০ তুরস্ক

    স্লোভেনিয়া ১-০ মলডোভা

    কসোভো ১-২ গ্রিস

    অ্যান্ডোরা ০-১ ফারো আইল্যান্ডস

    মাল্টা ১-১ লাটভিয়া