• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    করোনার প্রভাবে চেক প্রজাতন্ত্রের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় ২২ জন!

    করোনার প্রভাবে চেক প্রজাতন্ত্রের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় ২২ জন!    

    করোনাভাইরাসের কবলে পড়ে পাল্টে গেল নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের স্কোয়াডের চেহারা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন চেক কোচ ডেভিড হুলুবেক। স্কোয়াডের ২৪ জনের মাঝে ২২ জনই আছেন অভিষেকের অপেক্ষায়। মাত্র দুইজন খেলোয়াড়ের আছে জাতীয় দলের হয় খেলার অভিজ্ঞতা। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার রোমান হুবনিক এবং ৩০ বছর বয়সী স্ট্রাইকার স্তানিসলাভ তেচলও যথাক্রমে চার এবং দুই বছর পর সুযোগ পেয়েছেন দলে।


    স্লোভাকিয়ার বিপক্ষে শনিবার এবারের নেশনস লিগে প্রথম ম্যাচ খেলে চেক প্রজাতন্ত্র। ৩-১ গোলে ম্যাচটি জিতে নিয়েছিল তারা। তবে সেই ম্যাচের পর দলের ব্যাকরুম স্টাফের একজন করোনায় আক্রান্ত হন। আর এতে করে মূল স্কোয়াডের সবাইকে এখন সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। 

    এদিকে এই ঘটনার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে ধরে নিয়ে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাও দিয়ে দেয় চেক প্রজাতন্ত্র। তবে ইউয়েফা ম্যাচটি যথাসময়ে আয়োজনের সিদ্ধান্তে অটল থাকে। এতে করে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে ২৪ সদস্যের নতুন স্কোয়াড ঘোষণা করতে হয়েছে কোচ হুলুবেককে।