• আইপিএল ২০২০
  • " />

     

    যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলবেন আলি খান

    যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলবেন আলি খান    

    আইপিএলে চোটের কারণে ছিটকে যাওয়া ইংলিশ পেসার হ্যারি গারনির বদলি হিসেবে মোস্তাফিজুর রহমানকে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শ্রীলঙ্কা সফরের কারণে বিসিবি মোস্তাফিজকে আইপিএলে অংশ নিতে অনাপত্তিপত্র দেয়নি। তাই বাধ্য হয়েই অন্য অপশনগুলোতে মনোযোগ দেয় কেকেআর। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পেসার আলি খানকে গারনির বদলি হিসেবে দলভুক্ত করছে আইপিএলে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী দলটি। আইপিএল কর্তৃপক্ষের অনুমতি পেলেই কেকেআরে খেলবেন তিনি। 


    যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার সুযোগ পাচ্ছে আলি। ২৯ বছর বয়সী এই পেসার আইপিএলের সিপিএলেও খেলেছেন। সেখানে শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনব্যাগো নাইট রাইডার্সে খেলেছেন তিনি। কলকাতার দলটিও একই ফ্র্যাঞ্চাইজির। 

    সিপিএলে নিজের দুর্দান্ত বোলিং দিয়ে আসরের অন্যতম সেরা পারফরমার ছিলেন আলি। ৮ ম্যাচ খেলে ৭.৪৩ গড়ে পেয়েছিলেন ৮ উইকেট। ফাইনালে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছে ট্রিনব্যাগো। 

    বোলিংয়ে নিয়মিত গতির ঝড় তুলতে সক্ষম, প্রায়ই ১৪০ কিলোমিটার গতিতে বল করেন আলি। আর স্লগ ওভারেও কলকাতার বেশ কার্যকরী বোলিং বিকল্প হয়ে উঠতে পারেন তিনি।

    ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল। প্রথম ম্যাচে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস এবং গতবারের রানার্স আপ চেন্নাই সুপার কিংস।

    আর কলকাতা প্রথম ম্যাচ খেলবে ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বিপক্ষে।