• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগে করোনার তুলকালাম, আয়াক্স এবং কিয়েভে ১১ জন করে করোনায় আক্রান্ত

    চ্যাম্পিয়নস লিগে করোনার তুলকালাম, আয়াক্স এবং কিয়েভে ১১ জন করে করোনায় আক্রান্ত    

    ডাচ ক্লাব আয়াক্সে হানা দিয়েছে করোনাভাইরাস। চ্যাম্পিয়নস লিগে মিদজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের ক্লাবটির ১১ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। তাই মাত্র ১৭ সদস্যের স্কোয়াড নিয়ে ডেনমার্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আয়াক্স। কোন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি।

    চ্যাম্পিয়নস লিগে লিভারপুল, আটালান্টা এবং মিদজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে আয়াক্স। দুই ম্যাচ থেকে এখন পর্যন্ত মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে এরিক টেন হাগের দল। সোমবার আয়াক্সের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়েছিল, আর সেই পরীক্ষার ফল আসার পরই ১১ জনের করোনায় আক্রান্তের বিষয়টি জানা গেছে।

    করোনায় আক্রান্ত হওয়া বেশ কয়েকজন খেলোয়াড়ের কোনো লক্ষণ নেই। তবে করোনায় আক্রান্ত হওয়ায় তাদের নিজ ভূখণ্ডে প্রবেশ করতে দিতে রাজি নয় ডেনমার্ক। বিষয়টি আয়াক্স কোচকে অবাক করেছে, “কিছু খেলোয়াড় আছেন, যারা নেদারল্যান্ডসে খেলতে পারছেন, কিন্তু ডেনমার্কে ঢোকার অনুমতি পাচ্ছেন না। এটা অদ্ভুত।”

    এদিকে শুধু আয়াক্সই নয় চ্যাম্পিয়নস লিগের আরও বেশ কিছু ক্লাবের কয়েকজন খেলোয়াড় এবং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার নিকলাস সুলে করোনায় আক্রান্ত হয়েছেন। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের এদার মিলিতাও-ও করোনার কবলে পড়েছেন। আর ইউক্রেনের ক্লাব ডিনামো কিয়েভের ছয় খেলোয়াড় এবং পাঁচ স্টাফ সদস্যের করোনা হয়েছে।