বার্সাকে শুধু চাইছেন না এনরিকে!
ফুটবল দুনিয়ার সবচেয়ে নির্ভার কোচ এই মুহূর্তে তাঁকে বলাই যায়। টানা দ্বিতীয় মৌসুমের লা লিগায় শ্রেষ্ঠত্ব দেখছেন, কোপা দেল রে’র শিরোপা থেকেো দুরত্ব আর মাত্র একটি ম্যাচ। আর গত রাতে আর্সেনালকে বিদায় করে তাঁর দল পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চাইছেন কিংবা কাকে চাইছেন না- এমন প্রশ্নে লুইস এনরিকের জবাবেই স্পষ্ট কতোটা নির্ভার বার্সেলোনার কোচ, “কেবল একটা দলকেই চাইবো না প্রতিপক্ষ হিসেবে, বার্সেলোনাকে। আর সেটা তো সম্ভবও নয়।”
আর্সেনালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে প্রভাব বিস্তার করতে বেগ পেতে হয়েছে বলে স্বীকার করলেও সেটিকে সমস্যা হিসেবে দেখছেন না এনরিকে, “প্রথমার্ধে আমরা কিছুটা গোলমাল পাকিয়ে ফেলেছিলাম। অবশ্য আমরা একটু অন্যভাবে খেলতে চেয়েছিলাম। যদিও সেটা হয়ে ওঠে নি, তারপরও সে অর্থে আমরা কোনো সমস্যার সম্মুখীন হই নি।”
টানা নবমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারটা বার্সেলোনার জন্য গর্ব করার মতো বলে মানছেন কোচ, “এসব তো অনন্য পরিসংখ্যান এবং বার্সেলোনার অব্যাহত উন্নতির স্মারক। বার্সা সংশ্লিষ্ট সবার জন্যই এটা গর্বের।”