• লা লিগা
  • " />

     

    মেসির পেলেকে ছোঁয়ার দিন আবার বার্সেলোনার হোঁচট

    মেসির পেলেকে ছোঁয়ার দিন আবার বার্সেলোনার হোঁচট    

    ভ্যালেন্সিয়া বার্সেলোনার জন্য এমনিতেই কঠিন প্রতিপক্ষ। কিন্তু কতটা কঠিন, আজ টের পেল বার্সা। ন্যু ক্যাম্পে এসে বার্সার কাছ থেকে পয়েন্ট নিয়ে গেল ভ্যালেন্সিয়া, এবং কেউ বলতে পারবে না সেটা তাদের প্রাপ্য ছিল না। পেলেকে ছোঁয়ার দিনটাও ভুলে যাওয়ার মতো হলো মেসির।

    ২-২ গোলে ড্রতে শেষ হওয়া ঘটনাবহুল ম্যাচে বলার মতো মুহূর্ত ছিল অনেক। শুরু থেকে বল বার্সার কাছেই বেশি ছিল, কিন্তু বলার মতো কোনো আক্রমণ করতে পারছিল না। বরং প্রতি আক্রমণে ভ্যালেন্সিয়া ছিল ধারাল, টের স্টেগেন বাধা না হলে শুরুতে এগিয়ে যেতে পারত তারা। শেষ পর্যন্ত বার্সার দুর্বল রক্ষণে ভয় ছড়িয়ে প্রথম গোলটা পেয়ে গেছে তারাই। কর্নার থেকে দিয়াখাবিকে মার্ক করেনি বার্সার কেউ, ফ্রি হেডে বল জালে জড়িয়ে দিয়েছেন দিয়াখাবি। এরপর বার্সা আরও পিছিয়ে পড়তে পারত, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ দিকে বার্সা পায় লাইফলাইন।

    একটা আক্রমণের পর গ্রিজমানকে ফাউল করেন হোসে গায়া। রেফারি পেনাল্টির বাঁশি তো দিয়েছেন, গায়াকে লাল কার্ডও দিয়েছেন। যদিও রিপ্লেতে দেখা গেছে, গ্রিজমানকে আলতো করেই স্পর্শ করেছিলেন গায়া। তবে ভিএআর দেখে রেফারি গায়াকে লাল কার্ড দেখে হলুদ কার্ড দেখালেও পেনাল্টির সিদ্ধান্ত বদলাননি। সেখানেও আবার নাটক, এমসির কিক ঠেকিয়ে দিয়েছেন বার্সা গোলরক্ষক। কিন্তু ফিরতি বলটা ক্রস করেছিলেন আলবা, এবার হেড করে এগিয়ে দেন মেসি। বার্সার হয়ে মেসির এটি ৬৪৩তম গোল, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের সান্তোসের পেলের রেকর্ডও ছুঁয়েছেন।

    তবে এই গোল ছাড়া ম্যাচটা মনে রাখতে চাইবেন না মেসি। ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন। এক গোল দেওয়ার পর অবশ্য খানিকটা গা ঝাড়া দিয়েছিল মেসির সঙ্গে বার্সাও। সেই ধারাতেই পেয়ে যায় দ্বিতীয় গোল। এবার ডি বক্সের ভেতর থেকে দারুণ এক সিজর কিকে বল জালে জড়িয়ে দেন বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। কিন্তু ভ্যালেন্সিয়া চেষ্টা চালিয়ে যায়, এবার গায়ার ক্রস থেকে ডা পায়ের দুর্দান্ত এক ফিনিশে গোল পান ম্যাক্সি গোমেজ। বার্সা এরপর সমতা ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু কুতিনিয়োর শট একটুর জন্য চলে যায় বাইরে। আর ভ্যালেন্সিয়া গোলরক্ষকও করেছেন দারুণ সেভ। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে। সেই সঙ্গে রক্ষণ আর মাঝমাঠে বার্সার সমস্যাটা ভ্যালেন্সিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে।

    এই ড্রয়ের পর লা লিগার শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়ল বার্সা। দিনের আগের ম্যাচে এলচকে ৩-১ গোলে হারিয়ে সবার ওপরে আছে অ্যাটলেটিকোই। ১২ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ২৯, এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে পাঁচে বার্সা।