মেসির সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তি ফাঁস
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সাড়ে চার হাজার কোটি টাকার চুক্তি ফাঁস করেছে এল মুন্দো। স্প্যানিশ এই দৈনিকটি জানিয়েছে, তারা ২০১৭ সালে করা মেসির সঙ্গে বার্সার চুক্তির পূর্ণাঙ্গ কপি পেয়েছে। সেটি অনুসারে মেসিকে এই চার বছরে বার্সা দেবে ৫৫ কোটি ডলার, টাকার হিসেবে যা সাড়ে চার হাজার কোটি টাকা। খেলাধূলার ইতিহাসে এত টাকার চুক্তি কখনো হয়নি।
২০১৭ সালের নভেম্বরে বার্সার সঙ্গে চুক্তি করেছিলেন মেসি। এই চার বছরের প্রতি বছর মেসিকে দেওয়ার কথা ১৪ কোটি ডলারের মতো। এর সঙ্গে সাইন-ইন বোনাস আছে ১১ কোটি ডলারের মতো। আর লয়ালটি বোনাস আছে সাত কোটি ডলারের মতো। এর মধ্যেই ৫১ কোটি ডলার পেয়ে গেছেন মেসি।
এই বছরের জুনে শেষ হবে এই চুক্তি। এখন পর্যন্ত সেটি না বাড়ানোর ব্যাপারে অনড় মেসি। গত বছরেই ক্লাব ছেড়ে দিতে চেয়েছিলেন, দাবি করেছিলেন চুক্তির শর্ত অনযুয়ায়ী তাকে ফ্রিতে ছেড়ে দিতে বাধ্য বার্সা। শেষ পর্যন্ত অনেক নাটকের পর অবশ্য থেমে গেছেন ক্লাবেই।
এই চুক্তির পরও বার্সা অবশ্য লাভের মুখ দেখেনি। বার্সার এখনই দেনা আছে এক বিলিয়ন ইউরোর মতো, এর মধ্যে চার ভাগের তিন ভাগই এসেছে খেলোয়াড়দের বেতন থেকে।