গেতাফেকে হারিয়ে পথে রইল তরুণ রিয়াল
মূল স্কোয়াডের নয়জন খেলোয়াড়কে নিয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস, সার্জিও রামোস, এডেন হ্যাজার্ড, ফেদেরিকো ভালভের্দেদের মতো ্প্রথম পছন্দের খেলোয়াড়দের নামাই কাল নামতে হয়েছিল গেতাফের বিপক্ষে। তবে তাতে জিততে সমস্যা হয়নি জিনেদিন জিদানের দলের, ২-০ গোলের জয়ে উঠে এসেছে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে।
বলতে গেলে কাল প্রায় তরুণ একটা দল নিয়েই মাঠে নেমেছিল রিয়াল। ৬০ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় তারা। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। ৬ মিনিট পরেই পেয়ে যায় দ্বিতীয় গোল। এবার বাঁদিক থেকে মার্সেলোর ক্রসে পা ছুঁইয়ে গোল করেন আরেক লেফটব্যাক ফার্লান্দ মেন্ডি। ২০ বছর বয়সী মিডফিল্ডার মেলভিন পার্ক কাল প্রথমবারের ছিলেন মূল একাদশে। মূল দলে পরে বদলি হিসেবে অভিষেক হয়েছে ডিফেন্ডার ভিক্টর চাস্টেরও।
২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে সবার ওপরে।