২২ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর
২২ মার্চ থেকে ফিরছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। ২০১৯ সালের পর আবারও শুরু হচ্ছে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির সবচেয়ে বড় টুর্নামেন্ট।
১ম রাউন্ডে চারটি ভেন্যু-- খুলনা, বিকেএসপি, রাজশাহী ও বরিশালে হবে ম্যাচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ হবে রংপুর, বিকেএসপি ও কক্সবাজারের দুটি মাঠে। শনিবার প্রথম দুই রাউন্ডের সূচি নিশ্চিত করেছে বিসিবি।
২০১৯ সালের নভেম্বরে শেষ হয়েছিল এনসিএলের ২১তম আসর, যেটিতে রেকর্ড ৭ম বারের মতো শিরোপা জিতেছিল খুলনা। আর তার আগের মৌসুমের চ্যাম্পিয়ন রাজশাহীর হয়েছিল অবনমন, এবার তারা দ্বিতীয় স্তরে খেলবে চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশালের সঙ্গে।
২০১৯ সালের জাতীয় ক্রিকেট লিগের আসর আলোচিত ক্রিকেটারদের ধর্মঘটের কারণেও। সব মিলিয়ে ১৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গিয়েছিলেন ক্রিকেটাররা, ফলে স্থগিত হয়ে গিয়েছিল লিগ। তৃতীয় রাউন্ড পিছিয়ে গিয়েছিল, পরে বিসিবি ক্রিকেটারদের বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর শুরু হয়েছিল সেটি।
সূচির সঙ্গে ক্রিকেটারদের নামও ঘোষণা করেছে বিসিবি, প্রতি দলে খেলবেন ১৪ জন করে।
সূচি*
প্রথম রাউন্ড
১ম স্তর
২২-২৫ মার্চ ২০২১, খুলনা-সিলেট, খুলনা
২২-২৫ মার্চ ২০২১, ঢাকা-রংপুর, বিকেএসপি-৪
২য় স্তর
২২-২৫ মার্চ ২০২১, রাজশাহী-চট্টগ্রাম, রাজশাহী
২২-২৫ মার্চ ২০২১, ঢাকা মেট্রো-বরিশাল, বরিশাল
দ্বিতীয় রাউন্ড
১ম স্তর
২৯ মার্চ-০১ এপ্রিল, খুলনা-রংপুর, রংপুর
২৯ মার্চ-০১ এপ্রিল, ঢাকা-সিলেট, কক্সবাজার-২
২য় স্তর
২৯ মার্চ-১ এপ্রিল, রাজশাহী-বরিশাল, বিকেএসপি-৩
২৯ মার্চ-১ এপ্রিল, ঢাকা মেট্রো-চট্টগ্রাম, কক্সবাজার-২
*বিসিবির দেওয়া প্রথম সূচি অনুযায়ী প্রথম ও দ্বিতীয় রাউন্ডে একদিন পরপর শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে সংশোধিত সূচি প্রকাশ করেছে তারা