জাতীয় লিগ ২০২১: কোন দলে কারা
জাতীয় লিগের ২২তম আসরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ২২ মার্চ থেকে শুরু লিগের প্রথম দুই রাউন্ডে প্রতি দলে আছেন ১৪ জন করে ক্রিকেটার।
জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে থাকা সীমিত ওভারের স্কোয়াডের কেউ নেই স্বাভাবিকভাবেই, তবে খেলবেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
জাতীয় লিগ এবার হবে দুই অভিজ্ঞ ক্রিকেটার- আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীসকে ছাড়াই। যথাক্রমে বিসিবির নির্বাচক ও ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নেওয়ার আগে অবসর নিয়েছেন তারা।
ঢাকা
নাদিফ চৌধুরি, শুভাগত হোম, সাইফ হাসান, আব্দুল মজিদ, রনি তালুকদার, তাইবুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল ইসলাম অপু, সুমন খান, সালাউদ্দিন শাকিল, হোসেন আলি, শাহবাজ চৌহান, জয়রাজ শেখ, আরাফাত সানি জুনিয়র
ঢাকা মেট্রো
সাদমান ইসলাম, আনিসুল ইসলাম ইমন, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, আল-আমিন, আজমির আহমেদ, রাকিবুল হাসান, আসিফ হাসান, জাহিদুজ্জামান সাগর, শহিদুল ইসলাম, আবু হায়দার রনি, জাবিদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মানিক খান
বরিশাল
মইনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বি মাহমুদ, সালমান হোসেন ইমন, সৈকত আলি, আবু সায়েম চৌধুরি, মইন খান, সোহাগ গাজি, কামরুল ইসলাম রাব্বি, মনির হোসেন, তানভির ইসলাম, নুরুজ্জামান, শামসুল ইসলাম অনিক, লিংকন দে সঞ্জয়
খুলনা
তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, নাহিদুল ইরলাম, মইনুল ইসলাম সোহেল, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, মুসাদ্দেক ইফতেখার রাহি, অমিত মজুমদার, মিনহাজুর রহমান
রাজশাহী
জহুরুল ইসলাম, তানজিদ হাসান তামিম, জুনাইদ সিদ্দিক, ফরহাদ হোসেন, অভিষেক মিত্র, তৌহিদ হৃদয়, সাব্বির রহমান, প্রিতম কুমার, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল
রংপুর
সোহারাওয়ার্দি শুভ, সাজেদুল ইসলাম, নাঈম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, ধীমান ঘোষ, মাহমুদুল হাসান লিমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাহিদ জাভেদ, আকবর আলি, রিশাদ হোসেন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, নুর আলম সাদ্দাম
সিলেট
ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলি অনিক, অলক কাপালি, আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, রেজাউর রহমান রাজা
চট্টগ্রাম
মুমিনুল হক, ইয়াসির আলি, নাঈম হাসান, নোমান চৌধুরি, ইরফান হোসেন, মেহেদি হাসান রানা, পারভেজ হোসেন ইমন, শামিম হোসেন পাটোয়ারি, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, পিনাক ঘোষ, সাদিকুর রহমান