• শ্রীলঙ্কার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    পেসারদের 'দীর্ঘমেয়াদী' চোটে শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল

    পেসারদের 'দীর্ঘমেয়াদী' চোটে শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল    

    চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন রুবেল হোসেন। দীর্ঘদিন ‘এলিট লেভেলে’ বোলিং করার পর কোমরের নিয়মিত চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আছেন বাংলাদেশ পেসার, জানিয়েছেন বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরি। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দল নির্বাচনের আগে নির্বাচকদের আপডেট জানাবেন তারা, জানিয়েছেন তিনি। 

    নিউজিল্যান্ড সফরে রুবেল খেলেছিলেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সে সময় থেকেই ব্যথা অনুভব করছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে আছেন তিনি, যেটি ঘোষণা করা হয়েছিল শ্রীলঙ্কা সফরের সময়ই। 

    দেবাশিষের মতে, ‘ক্লিনিক্যালি’ ব্যথা না থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে রুবেলকেই, “নিউজিল্যান্ডে থাকা অবস্থাতেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে ওর কিন্তু ক্লিনিকালি কোনো ব্যথা নেই। এটা ওর নিজেকে কল দিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ওর নিজের বুঝতে হবে। আমরা পরীক্ষা করে আসলে এই মুহূর্তে কোনো ব্যথা পাচ্ছিনা। তার মানে এই না যে... ওর আত্মবিশ্বাস  কিংবা ভেতরের অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। এগুলো সব মিলিয়ে আমরা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নিচ্ছি। শেষ মুহুর্তে আমাদের নির্বাচকরা জিজ্ঞেস করলে আপডেট দিব।”

    তবে এমন সমস্যা পেসারদের জন্য নিয়মিত, এবং রুবেল ছাড়াও বাংলাদেশের অন্য পেসারদেরও এটি আছে বলে জানিয়েছেন দেবাশিষ। যতদিন খেলবেন, এ সমস্যাও তাই ঘুরেফিরে আসবে, “রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে ‘এলিট লেভেলে’ বোলিং করছেন, সেহেতু এ ধরনের বোলারদের পিঠে কিছুটা ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েকদফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার কোমরে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা দীর্ঘমেয়াদি বোলিংয়ের প্রতিক্রিয়া হিসেবেই আমরা সাধারনত পেয়ে থাকি। পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন রুবেলের জন্য। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দেবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।”

    “দেখেন ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, বিবেচনার বিষয়টি শেষ মুহূর্তে নির্বাচকরা সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কী আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সে দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন আমাদের জিজ্ঞেস করবে সেদিন আমরা আপডেট জানাবো। এটা ততদিনে আরেকটু ভালো হবে।”

    ২৩ মে থেকে শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে অধীনে তিন ম্যাচের সিরিজ, যেটি খেলতে রবিবারই ঢাকা পৌঁছে গেছে শ্রীলঙ্কা।