• শ্রীলঙ্কার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত স্কোয়াডে ফিরলেন সাকিব, নেই রুবেল-শান্ত

    শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত স্কোয়াডে ফিরলেন সাকিব, নেই রুবেল-শান্ত    

    শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান। দলে নেই রুবেল হোসেন, হাসান মাহমুদরা, বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ জনের স্কোয়াডের সঙ্গে স্ট্যান্টবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে। প্রাথমিক স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে আছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। 

    ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়া সাকিব পরে শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি নিয়েছিলেন আইপিএল খেলতে যাবেন বলে। তবে এই ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি, আইপিএল থেকে মাঝপথে ফিরে আসার কথা ছিল তার। পরে আইপিএল স্থগিত হয়ে যাওয়াতে গত ৬ মে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন তিনি ও মোস্তাফিজুর রহমান, এরপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন গত মঙ্গলবার। 

    রুবেল, হাসান, শান্তরা নিউজিল্যান্ড সফরের স্কোয়াডের পর ছিলেন এই সিরিজের প্রাথমিক স্কোয়াডেও। তবে দুই পেসার রুবেল ও হাসান সেই সফর থেকেই ভুগছেন চোটে। হাসান খেলেছিলেন একটি ওয়ানডে, রুবেল একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। শান্ত স্কোয়াডে থাকলেও সেবার ওয়ানডে খেলেননি কোনও। এর আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সাকিব ফেরার পরও তিনে খেলানো হয়েছিল তাকে। 

    এ কজন ছাড়া শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন (স্ট্যান্ডবাই বাদে) ইমরুল কায়েস ও নাসুম আহমেদ। নাসুম নিউজিল্যান্ড সফরের স্কোয়াডেও ছিলেন, তবে ওয়ানডে খেলেননি। আর ২০১৮ সালে শেষ ওয়ানডে খেলা ইমরুলের শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি এবার। 

    প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, দল নির্বাচনে তাদের ভাবনায় ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, “ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। তিন-শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।”

    সাকিব বা ‘সেরা খেলোয়াড়দের’ দলে পেলে দল ভাল থাকে, সঙ্গে দেশের মাটিতে খেলা বলে আত্মবিশ্বাসী তিনি, “হোম সিরিজে আমরা সব সময়ই ভাল ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।”

    শ্রীলঙ্কা সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ স্কোয়াড 

    তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মাহাদি হাসান, শরিফুল ইসলাম 

    স্ট্যান্ডবাই- নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব