• শ্রীলঙ্কার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    প্রথম ওয়ানডের আগে কোভিড-১৯ পজিটিভ শ্রীলঙ্কার তিনজন

    প্রথম ওয়ানডের আগে কোভিড-১৯ পজিটিভ শ্রীলঙ্কার তিনজন    

    ঢাকায় বায়ো-সিকিউর বলয়ে থাকা তিন শ্রীলংকান করোনা-পজিটিভ হয়েছেন, জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। শ্রীলংকার সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী বোলিং কোচ চামিন্ডা ভাস ও দুই ক্রিকেটার ইসিরু উদানা ও শিরান ফার্ন্দান্দো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এখন তিন জন দ্বিতীয় পিসিআর রিপোর্টের অপেক্ষায় আছেন।

    এ ব্যাপারে দুই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। 

    এদিনই মিরপুরে শুরু হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি, বেলা ১টায়। কিন্তু এই ঘটনায় সিরিজের ভবিষ্যত পড়ে গেল প্রশ্নের মুখে। সিরিজের বাকি দুইটি ম্যাচও মিরপুরে হওয়ার কথা।



    এর আগে শ্রীলংকা সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। এক দিন পর অবশ্য নেগেটিভ আসে তার। তবে দলের সঙ্গে ছিলেন না তিনি।

    গত ১৬ মে ঢাকা এসে তিন দিনের হার্ড কোয়ারেন্টিনে ছিল শ্রীলঙ্কা, এরপর দুই দফা নেগেটিভ টেস্টের পর বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। প্রথম ম্যাচের আগে ২২ মে তৃতীয়দফা টেস্ট করানোর কথা ছিল তাদের।