• ইউরো ২০২০
  • " />

     

    শেষ ম্যাচ খেলার আগেই ফ্রান্স-সুইডেন যেভাবে নিশ্চিত করল দ্বিতীয় রাউন্ডের টিকেট

    শেষ ম্যাচ খেলার আগেই ফ্রান্স-সুইডেন যেভাবে নিশ্চিত করল দ্বিতীয় রাউন্ডের টিকেট    

    ইউরো গ্রুপ পর্বের আজ শেষ দিন। ডেথ গ্রুপ 'এফ'-এর ম্যাচে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। আর অন্য ম্যাচে জার্মানি নিজেদের মাঠে খেলবে হাঙ্গেরির বিপক্ষে। দুইটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায়। অন্যদিকে রাত ১০টায় গ্রুপ 'ই'-এর ম্যাচে মুখোমুখি হবে স্পেন-স্লোভাকিয়া আর সুইডেন-পোল্যান্ড। ইতোমধ্যে ৪ পয়েন্ট থাকায় ফ্রান্স-সুইডেন দুই গ্রুপ থেকে নিশ্চিত করে ফেলেছে শেষ ১৬-র টিকেট। স্পেন-পর্তুগাল-জার্মানির জন্যই বরং আজকের দিনটা অগ্নিপরীক্ষার। পা হড়কালেই গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হবে তাদের। 



    গ্রুপ 'এ' থেকে ইতালি সবার আগে উঠেছিল শেষ ষোলোতে। তাদের সঙ্গী হয়েছিল ওয়েলস। একেক করে গ্রুপ বি,সি,ডি-র সব ম্যাচ শেষ হয়ে যাওয়াতে গ্রুপগুলোর চ্যাম্পিয়ন আর দ্বিতীয় দলগুলো (বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া) সরাসরি উঠে গিয়েছে পরের রাউন্ডে। আর যেহেতু গ্রুপপর্বে তৃতীয় হওয়া ছয় গ্রুপের ছয়টি দলের মধ্যে সেরা চারটি দল যাবে নকআউটে, তাই সেই হিসেবে গ্রুপ 'এ' থেকে সুইজারল্যান্ড (৪ পয়েন্ট) আর গ্রুপ 'ডি' থেকে চেক প্রজাতন্ত্র (৪ পয়েন্ট) নিয়ে নিশ্চিত করে ফেলেছে পরের রাউন্ডে যাওয়া। কারণ, তারা গ্রুপ 'বি'-এর তৃতীয় দল ইউক্রেন (৩ পয়েন্ট) এবং গ্রুপ 'সি'-এর তৃতীয় হওয়া দল ফিনল্যান্ড (৩ পয়েন্ট)-এর চেয়ে এগিয়ে গিয়েছে।

    অর্থাৎ আজকে গ্রুপ 'ই' এবং গ্রুপ 'এফ'-এর তৃতীয় হওয়া দল যদি ৪ পয়েন্ট পায়, তারাও টপকে যাবে ইউক্রেন-ফিনল্যান্ডকে। জটিল কোনো হিসেব আসবে না আর তখন। কিন্তু যদি গ্রুপ 'ই', 'এফ'-এর তৃতীয় হওয়া দল ইউক্রেন-ফিনল্যান্ডের সমান ৩ পয়েন্ট পায়, তখন আসবে কিছু গাণিতিক সমীকরণ। প্রথমে দেখা হবে গোল পার্থক্য, এরপর কোন দল কয়টি গোল করেছে। তাতেও সমান থাকলে পর্যায়ক্রমে দেখা হবে ম্যাচ জয়ের সংখ্যা, হলুদ-লাল কার্ডের সংখ্যা এবং ইউরোপিয়ান কোয়ালিফায়ার র‍্যাংকিং। 

    এবার জেনে নেওয়া যাক গ্রপ 'ই' এবং গ্রুপ 'এফ' এর সমীকরণ:


    গ্রুপ 'ই'

    সুইডেন: এই গ্রুপ থেকে কেবল সুইডেন ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড। কারণ পোল্যান্ডের সাথে আজকের ম্যাচ হারলেও তাদের পয়েন্ট ৪; তারা গ্রুপে তৃতীয় হলেও তা ইউক্রেন-ফিনল্যান্ডের চেয়ে বেশি। ম্যাচ জিতলে তো বটেই, এমনকি ড্র করলেও থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ। 

    পোল্যান্ড: পোল্যান্ডকে আজকের ম্যাচটা জিততেই হবে। জিতলেই ৪ পয়েন্ট নিয়ে তারা চলে যেতে পারবে পরের রাউন্ডে। 

    স্পেন:  স্লোভাকিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা জিতলে সরাসরি পরের রাউন্ডে তো যেতে পারবেই, আর সাথে অন্য ম্যাচে সুইডেন হারলে থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হবারও সুযোগ। কিন্তু প্রথম দুই ম্যাচে ড্র করা স্পেন যদি আজকের ম্যাচেও ড্র করে তাও তারা যেতে পারবে পরের রাউন্ডে, কিন্তু সেক্ষেত্রে পোল্যান্ডকে হারতেই হবে সুইডেনের বিপক্ষে। স্পেন ড্র করলে আর পোল্যান্ড হারলে স্পেনের পয়েন্ট হবে ৩ এবং গোল ব্যবধান হবে ০। সেক্ষেত্রে 'ই' গ্রুপে তৃতীয় হলেও ইউক্রেন (৩ পয়েন্ট, গোল ব্যবধান -১) এবং ফিনল্যান্ডকে (৩ পয়েন্ট, গোল ব্যবধান -২) টপকে লুইস এনরিকের দল যাবে শেষ ১৬-তে।  

    স্লোভাকিয়া: আজকে স্পেনের বিপক্ষে ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে নকআউটের টিকেট, আর জিতলে তো কথাই নেই। এমনকি স্পেনের বিপক্ষে ১ গোলের ব্যবধানে হারলে এবং অন্য ম্যাচে পোল্যান্ডও হারলে স্লোভাকিয়া চলে যেতে পারবে পরবর্তী রাউন্ডে। কারণ সেক্ষেত্রে তাদের গোল ব্যবধান হবে -১, যা ফিনল্যান্ড (৩ পয়েন্ট, গোল ব্যবধান -২) থেকে বেশি। 


    গ্রুপ 'এফ'

     

    ফ্রান্স: এই গ্রুপ থেকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড। বুদাপেস্টে পর্তুগালের সাথে আজকের ম্যাচ হারলেও তাদের পয়েন্ট থাকবে ৪; তাই তারা গ্রুপে তৃতীয় হলেও তা ইউক্রেন-ফিনল্যান্ডের চেয়ে বেশি। ম্যাচ জিতলে তো বটেই, এমনকি ড্র করলেও থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ।

    পর্তুগাল: ফ্রান্সের বিপক্ষে ম্যাচ ড্র করলেই হবে রোনালদোদের, সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে গত আসরের মত গ্রুপে তৃতীয় হলেও তারা যেতে পারবে নকআউটে। আর জিতলে তো কথাই নেই। এমনকি ২ গোলের কম ব্যবধানে হারলেও তাদের সুযোগ থাকছে, সেক্ষেত্রে তাদের চোখ রাখতে হবে গ্রুপের অন্য ম্যাচটায়। হাঙ্গেরি সে ম্যাচে ড্র কিংবা হেরে গেলে বা বেশি ব্যবধানে জিতলে ৩ পয়েন্ট নিয়েও কপাল খুলতে পারে ইউরো চ্যাম্পিয়নদের।  

    জার্মানি: জোয়াকিম লো-দের হিসেবটাও অনেকটা পর্তুগালের মতই। আজকের ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে জার্মানদের। তবে হাঙ্গেরির বিপক্ষে ২ গোলের কম ব্যবধানে হেরে গেলেও সামান্য সুযোগ থাকবে তাদের। সেক্ষেত্রে পর্তুগালকেও অবশ্যই হারতে হবে ফ্রান্সের বিপক্ষে। বর্তমানে জার্মানি এবং পর্তুগাল দুই দলেরই গোল ব্যবধান +১। জার্মানি আর পর্তুগাল দুই দলই যদি আজকে নিজেদের ম্যাচে হারে, তাহলে যে দল কম ব্যবধানে হারবে, তারা কাটতে পারবে পরবর্তী রাউন্ডের টিকেট। 

    হাঙ্গেরি: নকআউট রাউন্ডে যেতে হলে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই হাঙ্গেরির।