• ইউরোপিয়ান সুপার লিগ
  • " />

     

    ইতালির বিপক্ষে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বেলজিয়ামের, কেডিবি-হ্যাজার্ডকে নিয়ে 'লুকোচুরি'

    ইতালির বিপক্ষে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বেলজিয়ামের, কেডিবি-হ্যাজার্ডকে নিয়ে 'লুকোচুরি'    

    বেলজিয়াম-ইতালি

    কোয়ার্টার ফাইনাল

    আলিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখ 

    বাংলাদেশ সময় রাত ১টা


    দুই দলই গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে উঠেছে। দুই দলই আছে দারুণ ফর্মে, ইউরোর মূল ও বাছাইপর্ব মিলে হারেনি সর্বশেষ ১৪ ম্যাচে। বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ তাই বলছিলেন, বেলজিয়াম আর ইতালি পরিসংখ্যানের হিসেবে এখন পর্যন্ত ইউরোর সেত্রা দুই দল। কিন্তু তাদের কোয়ার্টারে দেখা হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে এই ব্যাপারে সন্দেহ নেই, কোয়ার্টারের সবচেয়ে তৃষিত লড়াইটা এই দুই দলের জন্যই। কে জানে, হয়তো এদের যে কোনো একটাই ওয়েম্বলিতে ট্রফি জিতবে।



    তবে ইতিহাস একদমই আশা দেখাচ্ছে না বেলজিয়ামকে। কখনো ইউরো জেতেনি বলে শুধু নয়, ইতালির বিপক্ষে বড় আসরে তাদের রেকর্ডও ভুলে যাওয়ার মতো। এর আগে ইউরো-বিশ্বকাপ মিলিয়ে চার বার দুই দলের দেখা হয়েছে, প্রতিবারই গ্রুপ পর্বে। এর মধ্যে একটা ম্যাচেও জিততে পারেনি বেলজিয়াম। ড্র করেছে কেবল একটি, বাকি তিনটিই জিতেছে ইতালি। সর্বশেষ ২০১৬ ইউরোতেও দুই দলের দেখা হয়েছিল গ্রুপ পর্বে, তখন জিতেছিল ইতালিই। 

    অবশ্য বেলজিয়ামের সেই দলের অনেকেই এবার আছেন। অনেকেই আবার বেলা শেষের গান শুনতে পাচ্ছেন। তবে এখনো শীর্ষ পর্যায়ে তাদের দেওয়ার মতো কিছু আছে, যেটা তারা দেখিয়েছেন। সমস্যা হচ্ছে, যে দুজন তুরুপের তাস হতে পারতেন তাদের নিয়েই সংশয়। পর্তুগালের বিপক্ষে ম্যাচে পেছন থেকে করা ট্যাকলে চোট পেয়েছিলেন কেভিন ডি ব্রুইন। অ্যাংকেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। অ্ন্যদিকে হ্যামস্ট্রিং সমস্যাএ পর উঠে গিয়েছিলেন হ্যাজার্ড। এই দুজন এখনো দলের সাথে আছেন, তবে অনুশীলন করেননি। আজ মাঠে নামবেন কি না সেটা নিয়ে আছে সংশয়। 

    মার্তিনেজ অবশ্য এখনো একটা সংশয় রেখে দিয়েছেন। কাল বলেছেন, হ্যাজার্ড আর ডি ব্রুইন উন্নতি করেছেন। তবে খেলবেন কি না, সেটা বলতে পারছেন না। দুজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। বেলজিয়ামের প্রেস বলছে, কেডিবি নামতে পারেন আজ। হ্যাজার্ডও আসতে পারেন বদলি হয়ে। তবে কী হবে, সেটা জানার জন্য ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

    বেলজিয়ামের আরেক তুরিপের তাস যে সেই রোমেলু লুকাকু অবশ্য ইতালির এই দলের অনেককেই চেনেন। ইন্টার মিলানে খেলার সুবাদে লুকাকু ইতালিতে পরিচিত, বারেল্লাদের সঙ্গে খেলেছেন এক ক্লাবেই। বনুচ্চিও বলেছেন, লুকাকুর দিকে আলাদা করে নজর থাকবে তাদের। 

    দলের খবর 

    বেলজিয়ামের হ্যাজার্ড আর কেডিবি ছাড়া আর কোনো চোট নেই। তবে এই দুজন না নামলে ডেনডঙ্কার-কারাস্কোদের ভাগ্য খুলে যেতে পারে। ইতালিতে তেমন কোনো চোটের সমস্যা নেই। দুই ম্যাচ বসে থাকার পর আজ কিয়েলিনিকে আবার ফেরাতে পারেন মানচিনি। অন্যদিকে আগের ম্যাচে গোল করা ফেদেরিকো কিয়েসা ফিরতে পারেন বেরার্দির জায়গায়। 

    সম্ভাব্য একাদশ 

    ইতালি

    ডোন্নারুমা, বনুচ্চি, কিয়েলিনি, স্পিনাজ্জোলা, ডি লরেঞ্জো, বারেল্লা, ভেরাত্তি, জর্জিনহো, কিয়েসা, ইনসিনিয়ে, ইম্মোবিলে 

    বেলজিয়াম

    কোর্তোয়া, ম্যুনিয়ের, অলডারউইরেল্ড, ভার্তোনহেন, ভার্মেলেন, থরগান হ্যাজার্ড, টিয়েলেমান্স, ডি ব্রুইন, উইটজেল, কারাস্কো, লুকাকু