রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চান পিকে
মাত্র তিন দিন আগের হারের স্মৃতিটা এখনো দগদগে। জেরার্ড পিকে তো এল ক্লাসিকোর বদলা নিতে চাইবেনই। আর সেটা সবচেয়ে বড় মঞ্চে হলে তো আরও ভালো। পিকে তাই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে চাইছেন।
ইয়োহান ক্রুইফের জন্য বার্সা ওই ম্যাচ জিততে চায়- খেলা শুরুর আগে বলেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু বার্সা শেষ পর্যন্ত হেরে গেছে. ক্রুইফকে বিদায়ী শ্রদ্ধাও জানানো হয়নি। পিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেই সেই অতৃপ্তি ঘোচাতে চান, "আমি মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চাই। সবাই ওদের সঙ্গে খেলতে চাইবে। এবার আমরা আরও বেশি আত্মবিশ্বাসী থাকব। আর এটাই তো ইয়োহান ক্রুইফ আমাদের শিখিয়ে গেছেন।"
তার আগে বার্সাকে আজকে বড় একটা বাধা পার হতে হবে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ। পিকে অ্যাটলেটিকোকে রিয়ালের চেয়েও বড় হুমকি মানছেন, "আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আজ রাতে আরও একটা বড় চ্যালেঞ্জের সামনে আমরা। ওরা অসাধারণ একটা মৌসুম কাটাচ্ছে, এই ম্যাচটা ক্লাসিকোর চেয়েও কঠিন হবে।"
প্রথম ম্যাচটা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলছে বার্সা। পিকে এবারেই বেশির ভাগ কাজ সেরে রাখতে চান, "আমরা সবসময় প্রথম লেগটা জিততে চাই। আজও আমরা চাইব যত বেশি সম্ভব গোল করতে।"
কিন্তু ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়টা কি বড় একটা ধাক্কা হয়ে আসেনি? পিকে সেই হারকেই মানছেন প্রেরণা হিসেবে, "আমরা নিজেদের সেরাটা দিয়ে দেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, লিগ ও চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য যা দরকার, আমরা তার সবই করব। শনিবারের পরাজয়টা ছিল অন্য একটা হারের মতোই। এখন আমাদের এটা পেছনে ফেলে সামনে তাকাতে হবে।"