• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    হারের জন্য নিজেকেই দায়ী করছেন তোরেস

    হারের জন্য নিজেকেই দায়ী করছেন তোরেস    

    তিনি হতে পারতেন ম্যাচের নায়ক। অথচ মুহূর্তের পাগলামিতে হয়ে গেলেন খলনায়ক। ২৫ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। তাঁর চার মিনিট পরেই দেখলেন প্রথম হলুদ কার্ড। আর ঠিক ১০ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো। ফার্নান্দো তোরেস তাই আক্ষেপ করেছেন, ক্যারিয়ারে এমন বাজে দিন খুব কমই এসেছে!

    এমন নয়, লাল কার্ড প্রথম দেখেছেন। এর আগে বার্সার সঙ্গেই লাল কার্ড দেখেছিলেন। কিন্তু এবারের মঞ্চটা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, ভুলের জন্য তাই আক্ষেপে পুড়ছেন তোরেস, “খুবই কঠিন একটা দিন ছিল। আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ না হোক, সবচেয়ে খারাপ দিনগুলোর একটি।”

    দলকে দশজনে রেখে যাওয়ার জন্যো যেন অনুতপ্ত, 'দলকে দশজনে রেখে যাওয়ায় আমার খুব খারাপ লাগছে। হারের জন্য আমার নিজেকেই দায়ী মনে হচ্ছে। আমি নিশ্চিত, একজন বেশি থাকলে ফলটা অন্যরকম হতে পারত।” তবে ২-১ গোলে হারের পরও এখনো আশা ছেড়ে দিচ্ছেন না, “ফলটা অতটা খারাপ নয়। আর ক্যালদেরনে যে কোনো কিছুই হতে পারে। এই দল নিয়ে আমি গর্বিত।”

    তোরেস লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিলেও সতীর্থ ফেলিপে লুইস সেটা নেননি। রেফারি ও উয়েফার দিকে আঙুল তুলেছেন, “ওই লাল কার্ডটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে আমরা জানতাম এরকম কিছু একটা হতে পারে, বিশেষ করে ম্যাচটা যখন চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সঙ্গে। আমাদের সবার এবং সবকিছুর বিপক্ষে খেলতে হবে।”

    কিন্তু কোচ ডিয়েগো সিমিওনে কী ভাবছেন? প্রসঙ্গটা এড়িয়েই গেলেন সিমিওনে, “আমি যা ভাবছি, সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, একজন কম নিয়েও যেভাবে আমরা খেলেছি, খেলোয়াড়েরা সেটা নিয়ে গর্ব করতে পারে। এখনো আমাদের আশা আছে। আশা করি ক্যালদেরনে পরের ম্যাচটা হবে দেখার মতো।”