• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ঘরের মাঠে 'পরের' জার্সি!

    ঘরের মাঠে 'পরের' জার্সি!    

    গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে তাদের চিরাচরিত গাঢ় নীল আর লাল স্ট্রাইপের জার্সিতে না দেখে অবাক হয়েছেন অনেকেই। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে বার্সা খেলেছে তাদের দ্বিতীয় জার্সি পরে। সাধারণত অ্যাওয়ে ম্যাচ গুলোর জন্যই ওই জার্সি ব্যবহার করে বলগ্রানারা।

    গত জানুয়ারিতে লা লিগায় অ্যাটলেটিকোর বিপক্ষে ন্যু ক্যাম্পে নিজেদের হোম কিট পরেই খেলতে নেমেছিল বার্সেলোনা।   ওই ম্যাচে অ্যাটলেটিকোও গায়ে চড়িয়েছিল তাদের লাল-সাদা স্ট্রাইপের প্রথম জার্সিটি। চ্যাম্পিয়নস লিগে তাহলে এমন কিই বা হলো যে জন্য ঘরের মাঠে নিজেদের ‘আসল’ জার্সি পরে খেলতে পারলো না বার্সা?

    লা লিগা কর্তৃপক্ষের চোখে ‘ঝামেলা’ মনে না হলেও, উয়েফার কাছে মনে হয়েছিল এই দুই দল নিজেদের হোম জার্সি পরে খেললে একইরকম মনে হতে পারে, দূর থেকে আলাদা করাও কষ্টকর হবে। আবার অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাওয়ে জার্সির রঙ গাঢ় নীল হওয়ায় ন্যু ক্যাম্পেও বার্সাকে নিজেদের সেই ঐতিহ্যবাহী জার্সি পরতে দেয়া যায়নি! বার্সাকে তাই ঘরের মাঠেও উয়েফার নির্দেশে পরতে হয়েছে হলুদ জার্সিটি।   

    স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে, প্রথম লেগের মতোই আগামি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পরের লেগেও অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে র‍্যামন ক্যালদেরনেও দুই দলই তাদের নিজেদের অ্যাওয়ে জার্সি পরেই নামবে।   

    নিজেদের মাঠে এই অ্যাওয়ে জার্সি বার্সা সর্বশেষ পড়েছিল ২০০৮-০৯ সালে, পোল্যান্ডের ক্লাব ভিসলা ক্রাকাউয়ের সাথে। ওটা ছিল পেপ গার্দিওলার অধীনে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ। সেটি বার্সা জিতেছিল ৪-০ গোলে।