• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক-অফের আগেঃ প্যারিসে ইব্রার রাত?

    কিক-অফের আগেঃ প্যারিসে ইব্রার রাত?    

    চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রাতে রয়েছে দু’টি খেলা। পিএসজি-ম্যান সিটি উত্তেজনার আভাস দিলেও ওলফসবার্গ আর রিয়াল মাদ্রিদের খেলাটা একটু একপেশেই হতে পারে!

     

    প্যারিসে ধনকুবেদের লড়াই!

    একদিকে ইংল্যান্ড, অন্যদিকে ফ্রান্স। একদিকে পিএসজি অন্যদিকে ম্যানসিটি। দুই দেশের দুই ক্লাবের মাঝে তবু কতো মিল! আবু-ধাবির এক প্রতিষ্ঠান কিনে নেবার পর থেকেই বদলে যাওয়া আজকের এই ম্যানসিটি। তার কয়েক বছর পর পিএসজির পরিণতিও এক। কিনে নিল কাতারী এক প্রতিষ্ঠান। মালিকানা বদলের ছোঁয়া লাগল দু’দলের সাফল্যেও। লিগে জিতলেও চ্যাম্পিয়নস লিগের হতাশাটা যেন কাটছিলই না। সেই দু’দলই ইউরোপে যখন একে-অন্যের মুখোমুখি তখন শেয়ানে শেয়ানে লড়াইটা আশা করাই যায়।   

    ম্যানসিটির চেয়ে পিএসজি অবশ্য এগিয়ে আছে সবদিক থেকেই। প্রথম লেগটাও হচ্ছে প্যারিসে। পিএসজি এই নিয়ে টানা চতুর্থবার কোয়ার্টারে উঠলেও ম্যানসিটির ইতিহাসে এটাই প্রথম। গত ৩ বারের মধ্যে দু’বারই বার্সেলোনা আর একবার চেলসির কাছে হেরে বিদায় নেয়া পিএসজির জন্য কাজটা অন্যসব বারের চেয়ে তাই তুলনামূলক একটু সহজই!

    ম্যানসিটির এই দলটা অভিজ্ঞতাতেও পিছিয়ে রয়েছে। চ্যাম্পয়িনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে শুধু লেফট ব্যাক গায়েল ক্লিশির। অন্যদিকে পিএসজির দলে চ্যাম্পিয়নস লিগ জয়ী ডি মারিয়া, ম্যাক্সওয়েল, ডেভিড লুইজ থাকায় পিএসজিকে মনে হচ্ছে আরও শক্তিশালী।

    ১৯৯৪-৯৫ মৌসুমের পর পিএসজিকে আবারও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে যেতে হলে সবচেয়ে বড় ভূমিকাটা অবশ্য রাখতে হবে ইব্রাহিমোভিচকেই। এরই মধ্যে মৌসুমে সকল প্রতিযোগিতায় ৪০ গোল করে ফেলেছেন, দ্বিতীয় রাউন্ডে চেলসিকে হারাতে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকের ম্যাচের ফল নিয়ে যতই কথা হোক, প্যারিসের আজকের রাতের মূল আকর্ষন তো কখনই চ্যাম্পিয়নস লিগ না জেতা ৩৪ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকারই!

    অন্যদিকে ইংল্যান্ডের একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা পাওয়া ম্যানচেস্টারের ক্লাবটির এই ম্যাচের আগে দুশ্চিন্তার কারন ইনজুরি। অধিনায়ক কোম্পানিকে খেলতে পারছেন না এই ম্যাচ। গোলকিপার জো হার্টও অনিশ্চিত। ডিফেন্সের দায়িত্বে তাই মাঙ্গালা আর অটামেন্ডিকেই দেখা যাবে। কোম্পানির অনুপস্থিতিতে ডিফেন্সে সমস্যা থাকলেও দলে ডি ব্রয়নার সংযোজন আক্রমণভাগে ধার বাড়াবে সিটির। দুই দলের আজকের খেলায় তাই একাধিক গোলের আশাও করতে পারেন আপনি। মজার ব্যাপার হল ২০১২ সালে চ্যাম্পয়নস লিগে পিএসজির বিপক্ষে গ্রুপ পর্বে খেলা পড়েছিল পোর্তোর। সেবারও পোর্তোর ডিফেন্সে ছিলেন অটামেন্ডি আর মাঙ্গালাই। ইব্রাহিমোভিচকে গোল শূন্য রাখতে পারলেও, পিএসজিকে জয় বঞ্চিত করতে পারেননি তাঁরা! আজ রাতে স্টাডে ডি ফ্রান্সে ম্যানসিটির জন্য ভালো যে কোন ফল অনেকটাই নির্ভর করছে এই রক্ষণ-জুটির ওপরই।                


    রিয়ালের সহজ পরীক্ষা?

    আগের সপ্তাহে বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে হারানো রিয়ালের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা ওলফসবার্গ। ঘরের মাঠে রিয়ালকে আটকে দিতে কঠিন পরীক্ষাই দিতে হবে ওলফসবার্গের ডিফেন্সকে। অন্যদিকে প্রথম লেগেই বড়-সড় জয় নিয়ে বার্নাব্যুর ম্যাচটা অগুরুত্বপূর্ণ করে তোলাই লক্ষ্য জিদানের রিয়াল মাদ্রিদের।