• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নিজের ঘাড়েই দোষ নিচ্ছেন জিদান

    নিজের ঘাড়েই দোষ নিচ্ছেন জিদান    

    জিনেদিন জিদানের জন্য দিনটা এর চেয়ে খারাপ হতে পারত না। উলফসবুর্গের মাঠে গিয়ে ২-০ গোলে হেরে বসার ধাক্কা তো আছেই। চোটের জন্য হারাতে হয়েছে করিম বেনজেমাকেও। জিদানের কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন। হারের পর রিয়াল মাদ্রিদ কোচ সব দোষ তাঁর নিজের ঘাড়েই নিলেন।

    দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো অ্যাওয়ে ম্যাচে গোল পেল না জিদানের রিয়াল। ম্যাচের পর জিদান সব দোষ তাঁর ঘাড়েই নিলেন, “কোচ হিসেবে সব দায়দায়িত্ব আমার। আমরা আবার ম্যাচটা দেখব, বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত। আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেটা চেয়েছি সেটা আর হয়নি। ফলটা ২-০ হয়েছে, সেটাই হয়েছে। আমরা জানতাম, এখানে খেলাটা কঠিন হবে, কিন্তু সেই ফলটা যে এটা হবে, অন্য কেউ দূরে থাক, আমি নিজেই সেটা আশা করিনি।”

    তাহলে কি এল ক্লাসিকোতে খেলার ক্লান্তিই ভুগিয়েছে রিয়ালকে ? জিদান সেটা প্রচ্ছন্নভাবে স্বীকার করে নিলেন, “চ্যাম্পিয়নস লিগের মাচে যে তীব্রতা নিয়ে খেলার কথা, সেটা আমরা পারিনি। হ্যাঁ, সেটা হয়তো শনিবারের মাচের জন্য হতে পারে। শারীরিকভাবে আমরা বেশ ভুগেছি। প্রথমার্ধে একটু বেশি তো বটেই। শুরু থেকেই আমাদের যেন জড়তা পেয়ে বসেছিল।”

    ড্যানি কারভাহালকে না খেলিয়ে দানিলোকে খেলানোর জন্যও সমালোচনা হয়েছে জিদানের। রিয়াল কোচ সেটির পক্ষে চুক্তি দিলেন, “কারভাহালকে বিশ্রাম দেওয়ার দরকার ছিল, সেজন্যই দানিলোকে খেলানো হয়েছে।  আর মদ্রিচ ও টনিকে আমি উঠিয়ে নিয়েছি পরে, সেটা কৌশলগত কারণে। কিন্তু বদলিগুলো আজকে কাজ করেনি। গোল করার যে ব্যবধান গড়ে দেওয়ার দরকার ছিল, তারা সেটা পারেনি।”

     

    তবে জিদান আশাবাদী, দ্বিতীয় লেগে রিয়াল অবস্থা বদলাতে পারবে। আর বার্নাব্যুতে এই মৌসুমে রিয়াল কেমন দুর্দান্ত, সেটা তো বলে না দিলেও চলে।