রিয়ালের কান্নায় রদ্রিগেজের হাসি!
রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। হামেস রদ্রিগেজের এখন নিশ্চয় কথাটা মনে পড়ে যাবে। রিয়াল মাদ্রিদ যখন হারছিল, হামেস যে তখন হাসছিলেন! আর সেই হাসিতেই এখন বিপাকে পড়ে গেছেন এই প্লেমেকার। মাদ্রিদের গণমাধ্যমে চলছে তাঁর তুমুল সমালোচনা।
উলফসবুর্গের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের তখন ৮১ মিনিট। মাদ্রিদ পিছিয়ে ২-০ গোলে। হামেস বসে আছেন বেঞ্চে, কোচ জিনেদিন জিদানের অধীনে শুরু করলেন মাঠের পাশে ওয়ার্মআপ। সেখানে তাঁর সঙ্গী ছিলেন সতীর্থ দানি কারভাহাল। আশ্চর্যজনকভাবে, ওই ম্যাচে কারভাহালকে নামাননি জিদান। সেটা নিয়েও কম বিতর্ক হয়নি। কিন্তু সেই ওয়ার্মআপের সময় দেখা গেল হামেস হাসছেন। রিয়াল যে পিছিয়ে আছে, সেই চিন্তার কোনো ছাপই নেই তাঁর চোখে! যদিও কারাভাহালের মুখ গম্ভীরই ছিল। পরে অবশ্য হামেস ৮৪ মিনিটে মাঠে নেমেছিলেন। কিন্তু কিছু করতে পারেননি।
এই মৌসুমে এমনিতেই হামেসের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা চলছে। জিদানের প্রথম একাদশেও জায়গা হারিয়ে ফেলেছেন। জিদান আসার পর ১৫টি ম্যাচে ৭০৭ মিনিট মাঠে খেলার সুযোগ পেয়েছেন। শোনা যাচ্ছে, হামেস সামনের মৌসুমে অন্য ক্লাবেও পাড়ি জমাতে পারেন। কলম্বিয়ান মিডফিল্ডারের বাবাও স্বীকার করেছেন, নতুন ম্যানেজার আসার পর তাঁর ছেলের সুযোগ কমে গেছে।
এই ঘটনার পর কি সেটি আরও কমে যাবে?