• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ ইতিহাসের সামনে সিটি-পিএসজি

    কিক অফের আগেঃ ইতিহাসের সামনে সিটি-পিএসজি    

    দুই দলের জন্যই নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আলাদা করা যায়নি প্রথম লেগেও।
    ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে অবশ্য কিছুটা পিছিয়েই আছে প্যারিসের ক্লাবটি।  ক্লাব ম্যানেজার লরা ব্লা বললেন শুধু  নিজের ক্লাবের জন্যই না, গোটা ফ্রান্সের ফুটবলই বদলে দিতে পারে আজকের ম্যাচে পিএসজির জয় ।

    ঘরের মাঠে প্রথম লেগে ২-২ গোলে ড্র করা মাত্র ১৮ শতাংশ দল পরের রাউন্ডে যেতে পেরেছে চ্যাম্পিয়নস লিগে। অন্যদিকে সিটির চিন্তার নাম ভিনসেন্ট কোম্পানির খেলতে না পারা।  এই বেলিজিয়ানের অনুপস্থিতিতে সিটির ডিফেন্সটা কিছুটা বেসামালই। ০-০ বা ১-১ গোলের ড্র নিয়েও সিটি চলে যেতে পারে সেমিতে। তবে ম্যান সিটি ম্যানেজার পেলেগ্রিনি বলছেন অন্য কথা। গোলশুন্য  ড্র-এর জন্য খেলবে না সিটি- এমনটাই দাবি এই চিলিয়ানের।  

    বরাবরের মতো আজকের ম্যাচেও পিএসজির ভরসা ইব্রাহিমোভিচই। আগের ম্যাচে পেনাল্টি মিস করেছেন, সহজ গোলের সুযোগও হাতছাড়া করেছেন, গোলও করেছেন। গত পাঁচ চ্যাম্পিয়নস লিগের প্রত্যেকটিতেই পেয়েছেন গোলের দেখা। তাই ইব্রার ওপরেই পিএসজির সব আলো।

    ২০১১ সালে কাতারের এক প্রতিষ্ঠান কিনে নেবার পর থেকেই চ্যাম্পিয়নস লিগের সোনার হরিণের পেছনেই ছুটছে পিএসজি। লক্ষ্য ছিল ২০০৮ সালের মাঝে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলা। সেদিক থেকেই ভালোই এগিয়েছে পিএসজি।

    অন্যদিকে  লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব হতে সময় বেশ সময়ই নিয়েছে সিটি। আজকের ম্যাচ জিতে সেমিফাইনালে উঠলেও, সেখানেই থেমে থাকতে চান না পেলেগ্রিনি। ।“সেমিফাইনালে উঠতে পারলে সেটা হবে দারুন ব্যাপার, কিন্তু তা নিয়েই খুশি থাকতে চাই না আমরা”- বলেছেন পেলেগ্রিনি। পেলেগ্রিনির মতোই প্রায় একই কথা বললেন লরা ব্লাও। “পিএসজি সেমিতে উঠলে সেটা ফ্রান্স ফুটবলের জন্য হবে নতুন অধ্যায়, কিন্তু আমাদের জন্য এটুকুই যথেষ্ট নয়”।

    দুই ম্যানেজারের কথার ভাবার্থে বোঝাই যাচ্ছে ফাইনালেই চোখ রেখেছে এই দু’দল। প্রথম লেগের মতো সমানে-সমান লড়াইটার নিশ্চয়তা তাই দেয়াই যায়।