• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কথা রাখলেন রোনালদো

    কথা রাখলেন রোনালদো    

    জবাব দেওয়ার ছিল অনেক কিছুই। উলফসবুর্গের সঙ্গে প্রথম ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ক্রিস্টিয়ানো রোনালদো বড় মঞ্চে নিষ্প্রভ, এমন অপবাদও তো ছিল। ম্যাচ শুরুর আগেই কথা দিয়েছিলেন, বার্নাব্যুতে জাদুর একটি রাত উপহার দেবেন। সব কিছুর জবাব দিলেন দ্বিতীয় লেগে এসে। দুর্দান্ত এক হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের কাহিনি লিখেছেন। উলফসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ চলে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।

     

    আক্ষরিক অর্থেই বার্নাব্যুতে আজ ছিল রোনালদোর রাত। ম্যাচের শুরুতেই দুই মিনিটের মধ্যে দুই গোল করে জানিয়ে দিয়েছিলেন, রাতটা তাঁরই হতে চলেছে। দানি কারভাহালের ক্রস থেকে পাওয়া গোলটা কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল, প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে সেটি ঢুকে যায় জালে। তবে পরের গোলে সেরকম কিছু নেই। টনি ক্রুসের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে আরেকটি গোল করে এগিয়ে দিয়েছেন রিয়ালকে। বার্নাব্যুতে তখন একটাই স্লোগান, রোনালদো! রোনালদো!

     

    রিয়ালের জয়টা রোনালদোই নিশ্চিত করবেন, সেটা যেন নিয়তির অংশ ছিল। নইলে ফ্রিকিকটা অমন অবিশ্বাস্যভাবে উলফসবুর্গের মানব দেয়ালের ভেতর দিয়ে এভাবে ঢুকে যাবে কেন ? চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচটি হ্যাটট্রিক হয়ে গেল, পাঁচটি হ্যাটট্রিক শুধু আছে লিওনেল মেসির। তবে নকআউট পর্বে দুইটি হ্যাটট্রিক শুধু রোনালদোরই আছে, এর আগে ম্যানচেস্টার ইউনাইটডের সঙ্গেও শেষ ষোলোতে হ্যাটট্রিক পেয়েছিলেন। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৬টি গোল হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে এর আগে অন্তত ১৫টি গোল করার রেকর্ড শুধু রোনালদোরই ছিল। ্এবার রোনালদোর গোল ১৬টি, নিজের রেকর্ড ভাঙতে আর শুধু একটা গোল প্রয়োজন সি আর সেভেনের। ,