• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ মেসির খরা ঘুচবে আজ ?

    কিক অফের আগেঃ মেসির খরা ঘুচবে আজ ?    

    চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে দু'টি ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদ-বার্সেলোনা, আর বেনফিকা-বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ শেষে ২-১ এ এগিয়ে আছে বার্সা, ও ১-০ তে বায়ার্ন। দুই জয়ী দলই খেলতে যাচ্ছে প্রতিপক্ষের মাঠে। আর গোলের লিডটাও সামান্যই। গতরাতের মতো আরও একটি উত্তেজনায় ঠাসা চ্যাম্পিয়নস লিগ রজনীই অপেক্ষা করছে আপনার জন্য।    

    বার্সার মেসি আর অ্যাটলেটিকোর সিমিওনিঃ 

    মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। মেসি-নেইমার-সুয়ারেজে ভর করে একের পর এক ম্যাচ জিতে চলেছে বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে- সবখানেই বার্সার জয়জয়কার। ইতিহাসে প্রথমবারের মতো টানা দু’বার চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাও বার্সার হাতেই দিয়ে দিচ্ছিলেন কেউ কেউ।

    গত মাসে আন্তর্জাতিক বিরতির আগে ভিলারিয়ালের বিপক্ষে দু’গোলে এগিয়ে থেকেও ড্র। তারপর এল ক্লাসিকোর হার। পরের সপ্তাহে আবার সোসিয়েদাদের কাছে হার। কয়েকদিন আগেও লিগে ধরা ছোঁয়ার বাইরে থাকা বার্সায় এখন তীরে এসে তরী ডোবানোর শঙ্কা। মাঝে শুধু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর বিরুদ্ধে ২-১ এর কষ্টার্জিত জয়। ভিসেন্তে ক্যালদেরনে খেলতে নামার আগে মাত্র এক গোলের লিড যে এমন কিছুই না তা ভালোই বার্সা ম্যানেজার লুইস এনরিকে। “এক গোলের লিডটা সুবিধাজনক, কিন্তু ম্যাচটা দু’দলের জন্যই উন্মুক্ত”- সংবাদ সম্মেলনে এনরিকে।

    বার্সেলোনার হঠাত এই ছন্দপতনের কারন আর কিছুই নয়, লিওনেল মেসি ফর্মহীনতা। গত ৬ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছেন ৫ বারের ব্যলন ডি’অর জয়ী। টানা ৪ ম্যাচ গোলের দেখা পাননি, পারেননি গোলে সাহায্য করতেও। সবশেষ ২০১১ সালে এমন খরা দেখেছিল মেসির ক্যারিয়ার! চড়াই-উতরাই এর মধ্যে দিয়ে যাওয়া বার্সেলোনাকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে মেসিকেই তাই রাখতে হবে সবচেয়ে বড় ভূমিকাটা। অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনার খেলার ফলটাও তাই নির্ভর করছে আর্জেন্টাইন অধিনায়কের ওপরেই।

    পুরোনো রেকর্ড বার্সেলোনার যেমন আশার সঞ্চার করছে, আবার অস্বস্তিতেও ফেলছে। গত ৭ বারের দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রতিবারই হারিয়েছে বার্সেলোনা। তবে এই ম্যাচের আগে ফিরে আসছে ২০১৩/১৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালের স্মৃতি। সেবার অ্যাটলেটিকোর কাছে হেরে বাদ পড়েছিল বার্সা। সেবার বার্সেলোনার দায়িত্ব ছিল টাটা মার্টিনোর। আর বার্সাকে হারিয়ে অ্যাটলেটিকোকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিতে নিয়ে গিয়েছিলেন এই সিমিওনিই। ফাইনালের বিষাদময় হারটা এখনও তাড়া করে বেড়ায় নিশ্চয়ই অ্যাটলেটিকো ম্যানেজারকে । তার প্রতিশোধটা নিতে হলে আগে উঠতে হবে সেমিতে, আর আজ হারাতে হবে বার্সাকে। বার্সেলোনার ভরসা যদি মেসি-নেইমার-সুয়ারেজ হন, অ্যাটলেটিকোর সবচেয় বড় ভরসা তো ওই একজনই। ডিয়েগো সিমিওনি।   

    বেনফিকার প্রেরণা পোর্তো!

    বেনফিকা আর পোর্তোর দ্বৈরথটা কম-বেশি সবারই জানা। পর্তুগিজ দুই ক্লাবের যতই রেষারেষি থাক, আজ রাতে বেনফিকার চাইবে গত মৌসুমের পোর্তোর রূপটা ধারন করতে! বেনফিকার আশার আলো তো ওই একটাই! গতবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পর্তুগালের প্রথম লেগে  বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে ধরাশায়ী করেছিল পোর্তো। দ্বিতীয় লেগ যদিও সুবিধা করতে পারেনি পর্তুগীজ ক্লাবটি। বায়ার্নই জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে।

    অ্যালেয়া
    ঞ্জ অ্যারিনায় প্রথম লেগে বেনফিকার বিপক্ষে বায়ার্নের ১-০ গোলের জয়টা অনেকেই কম ভাবতে পারেন! তার পেছনের কৃতিত্বটা আসলে দিতে হবে বেনফিকার খেলোয়াড়দেরই। দ্বিতীয় লেগের আগেও তাই টিকে আছে বেনফিকার স্বপ্ন।

    অন্যদিকে জার্মানীতে নিজের শেষ মৌসুমে এসে চ্যাম্পিয়নস লিগ জয়ের চাপটা ভালোই অনুভব করছেন পেপ গার্দিওলা। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের মতো উত্তেজনায় ঠাসা অমন আরেকটি ম্যাচ নিশ্চয়ই খেলতে চাইবেন না বায়ার্ন কোচ!