শাস্তি পাচ্ছেন আলভেজ?
ইউরোপের বর্তমান সেরাদেরকে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। শোকটা ভুলতে চেয়েই কিনা ‘ফুটবল তো একটা খেলাই, এর বেশী কিছু না…” ধাচের হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেজ। তবে ব্যাপারটা হাসির পরিবর্তে মূলত বিরক্তি আর রাগেরই উদ্রেক করেছে ন্যু ক্যাম্পে। এমন ‘অগ্রহণযোগ্য’ কাজের জন্য ক্লাবের তরফে শাস্তিও জুটতে পারে এই ব্রাজিলিয়ানের কপালে।
ইন্সটাগ্রামে আলভেজের ব্যক্তিগত একাউন্ট থেকে প্রকাশিত ওই ভিডিওচিত্রের সারমর্ম হচ্ছে, তাঁর বান্ধবী তাঁকে সান্ত্বনা দেয়ার জন্য কিছু কথা বলেছেন। সে কথাগুলো আলভেজ নিজেই তাঁর বান্ধবী সেজে মেয়েলী কণ্ঠে ক্যামেরার সামনে বলছেন, “জীবন একটা ফুটবল খেলার চেয়ে অনেক বেশী কিছু। তোমার মূল্য তারচেয়েও অনেক বেশী। আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশী ভালোবাসি...।”
তবে আলভেজের এই নিরীহ হাস্যরস মিশ্র প্রতিক্রিয়ায় সৃষ্টি করেছে বার্সেলোনার অন্দরমহলে। ক্লাবের একজন পরিচালক জর্দি মোনস এক টিভি সাক্ষাৎকারে আভাস দিচ্ছেন এ জন্য শাস্তি পেতে হতে পারে আলভেজকে, “ক্লাবের অনেক সদস্যই ব্যাপারটা ভালোভাবে নেয় নি। এ ধরণের মশকরার জন্য বোধকরি এটা উপযুক্ত সময় নয়। অনেক সদস্যই ফোন করে তাঁদের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।”
পরবর্তীতে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ স্বয়ং এ নিয়ে মন্তব্য করেন, “অনেকেই পরাজয়ের দুঃখ ভোলার জন্য এমন হাস্যরসকে ইতিবাচকভাবে নিয়েছেন। তবে কেউ কেউ তাঁদের অস্বস্তির কথাও জানিয়েছেন। তাঁরা মনে করছেন এটা ঠিক গ্রহণযোগ্য কোনো কাজ হয় নি।”
আপত্তিটা যারা তুলেছেন তাঁদের ওজনের ওপরই হয়তো নির্ভর করছে আলভেজের শাস্তির মাত্রা!