• ক্রিকেট ফ্যান্টাসি
  • " />

     

    ফ্যান্টাসিতে এই বিশ্বকাপে চমকে দিতে পারেন যারা

    ফ্যান্টাসিতে এই বিশ্বকাপে চমকে দিতে পারেন যারা    

    টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় মাঝপথে চলে এসেছে। এর মধ্যেই ব্যাটে-বলে জমে উঠেছে লড়াই। ফ্যান্টাসিতেও নিয়মিত মুখদের পাশাপাশি পয়েন্ট এনে দিচ্ছেন নতুনদের অনেকে। সামনে কারা এরকম চমকে দিতে পারেন? দেখে আসা যাক...

    ড্যারিল মিচেল 

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগেও জানতেন না তিনি ওপেন করবেন। কিন্তু ভারতের বিপক্ষে ৪৯ রানের দারুণ ইনিংসে চমকে দিয়েছেন এই অলরাউন্ডার কাম মেকশিফট ওপেনার। নিউজিল্যান্ডের শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তান। মিচেল হতে পারেন তাই আপনার ডিফারেনশিয়াল।

    ইশ সোধি 

    এর মধ্যেই ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার, তাও মাত্র ৫.৬২ ইকোনমিতে। আমিরাতের স্লো উইকেটে দারুণ কার্যকর হতে পারেন তিনি, বিশেষ করে শেষ ম্যাচে যখন প্রতিপক্ষ স্কটল্যান্ড, নামিবিয়া ও আফগানিস্তান।

    আইনরিখ নরকিয়া

    এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ের বড় অস্ত্র হয়ে গেছেন। ৪ ম্যাচে মাত্র ৪.৭৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গড় গতি তার। দক্ষিণ আফ্রিকার শেষ দুই ম্যাচে হতে পারেন কার্যকরী। 

    ক্রিস জর্ডান

    ইংল্যান্ডের এই পেসার অস্ট্রেলিয়ার সাথে ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। পেসের ভ্যারিয়েশনে এর মধ্যেই তার স্লোয়ার দারুণ কার্যকর আমিরাতের উইকেটে। ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে হতে পারেন বেশ কার্যকর

    রবীন্দ্র জাদেজা

    তার হিসেবে এখন পর্যন্ত নিষ্প্রভ একটা টুর্নামেন্ট কাটিয়েছেন। তবে ভারতের সামনে বাঁচামরার তিন ম্যাচে তিনি হতে পারেন কার্যকর, বিশেষ করে যখন সেই তিনটি ম্যাচ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার সাথে।

    লোকেশ রাহুল 

    আইপিএলের দারুণ ফর্মের ছাপ বিশ্বকাপে দেখাতে পারেননি এখনো। তবে শেষ তিন ম্যাচে তার দিকে তাকিয়ে থাকবে দল, বিশেষ করে যখন রান রেটও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। 

    অ্যারন ফিঞ্চ

    অস্ট্রেলিয়ান অধিনায়ক এখন পর্যন্ত তার হিসেবে নিশ্চুপ একটা টুর্নামেন্ট কাটিয়েছেন, ৩ ম্যাচে করেছেন ৮১ রান। কিন্তু শেষ দুই ম্যাচে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু করার জন্য মুখিয়ে থাকবেন।

    অ্যাডাম জাম্পা

    ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরো টুর্নামেন্টেই স্পিনের বিপক্ষে ভুগেছে। জাম্পা ইংল্যান্ডের বিপক্ষে ভুগলেও বাকি দুই ম্যাচে বেশ ভালো করেছেন।