• লা লিগা
  • " />

     

    দশজনের সেভিয়ার বিপক্ষে সুযোগ হারিয়ে বছর শেষ করল বার্সা

    দশজনের সেভিয়ার বিপক্ষে সুযোগ হারিয়ে বছর শেষ করল বার্সা    

    সময়টা ভালো যাচ্ছিল না জাভির বার্সার। প্রতিপক্ষ ছিল পয়েন্ট তালিকার দুইয়ে থাকা সেভিয়া। তবে মোক্ষম একটা সুযোগই পেয়েছিল বার্সা। কিন্তু দশজনের সেভিয়ার বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত তাই ১-১ গোলে ড্র দিয়েই বছর শেষ করেছে তারা। 

    সেভিয়া নিজেদের মাঠে অবশ্য এগিয়ে গিয়েছিল শুরুতে। রাকিতিচের কর্নার থেকে ট্রেনিং গ্রাউন্ডের মতো করে গোল এনে দেন আলেহান্দ্রো গোমেজ। গোল খাওয়ার পর বার্সা অবশ্য গা ঝাড়া দিয়ে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে রোনাল্ড আরাউহো হেড করে সমতা ফেরান। ৬৪ মিনিটে সেভিয়ার জুলস কৌণ্ডে লাল কার্ড দেখার পর দশ জনের দল হয় তারা। এরপরেই বার্সা সুযোগ পায় একাধিকবার এগিয়ে যাওয়ার। 

    ফাঁকা হেড পেয়েও গোল করতে পারেননি গাভি, নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে কাছ থেকে বল পোস্টে রাখতে পারেননি উসমান দেম্বেলে। আর একদম শেষ দিকে সেভিয়া থেকেই ধারে আসা লুক ডি ইয়ং সুযোগ পেয়েছিলেন বার্সার হয়ে গোল করার, কিন্তু তার দুর্বল হেড সরাসরি চলে যায় সেভিয়া কিপারের কাছে। 

    এই ড্রয়ের পর ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বার্সা রইল সাতে। সেভিয়া দুয়েই থাকল, ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। আর সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।