বিপিএল ২০২২: ড্রাফটের আগে সরাসরি নেওয়া হলো যাদের
বিপিএল ২০২২ এ অংশ নিচ্ছে ছয়টি দল- ঢাকা, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম। ২৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে ড্রাফট। নিয়ম ছিল ড্রাফট শুরুর আগে প্রতিটা দল অন্তত একজন করে স্থানীয় ও তিন জন করে বিদেশী ধরে রাখতে পারবে। সেই তালিকা চুড়ান্ত হয়েছে। এক নজরে দেখে আসা যাক কোন ক্লাবের সরাসরি সাইনিং কারা।
খুলনা
দেশী- মুশফিকুর রহিম (ক্যাটাগরি এ)
বিদেশী- থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাক্সে
বরিশাল
দেশী- সাকিব আল হাসান (ক্যাটাগরি এ)
বিদেশী-মুজিব উর রেহমান, দানুশকা গুনাতিলাকা
চট্টগ্রাম
দেশী- নাসুম আহমেদ (ক্যাটাগরি বি)
বিদেশী- বেনি হাওয়েল, কেনার লুইস
কুমিল্লা
দেশী- মোস্তাফিজুর রহমান (ক্যাটাগরি এ)
ঢাকা
মাহমুদউল্লাহ রিয়াদ (ক্যাটাগরি এ)
সিলেট
তাসকিন আহমেদ (ক্যাটাগরি এ)
বিদেশী- দীনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম
কোন দলে কয়জন
প্রতিটা দলে সর্বোচ্চ তিনজন বিদেশী খেলোয়াড় থাকতে পারবেন। প্রতিটা দল একজন করে দেশী খেলোয়াড়কে ড্রাফটের আগে সরাসরি সাইন করাতে পারবে। ড্রাফটে প্রতিটা দলকে সর্বোচ্চ ১৪ জন ও সর্বনিম্ন ১০ জনকে দলে নিতে হবে। ডাইরেক্ট সাইনিং একজন ছাড়া বাকিদের ড্রাফট থেকে নিতে হবে।
বিদেশীদের ক্ষেত্রে সর্বনিম্ন তিন জন থেকে, সর্বোচ্চ আটজন সাইন করাতে পারবে। ড্রাফটের বাইরে থেকে সরাসরি নেওয়া যাবে সর্বোচ্চ তিন জন। একাদশে তিন জন বিদেশী থাকতেই হবে।
কেমন টাকা পাবেন ক্রিকেটাররা?
দেশীদের ক্ষেত্রে ক্যাটাগরি এ পাবে ৭০ লাখ, বি পাবে ৩৫ লাখ, সি ২৫ লাখ, ডি ১৮ লাখ, ই ১২ লাখ, এফ ৫ লাখ।
বিদেশীদের ক্ষেত্রে ক্যাটাগরি এ পাবে ৭৫ হাজার ইউএস ডলার, বি ৫০ হাজার ইউএস ডলার, সি ৪০ হাজার, ডি ৩০ হাজার, ই ২০ হাজার ইউএস ডলার।