• লা লিগা
  • " />

     

    বেনজেমার 'ট্রিপল সেঞ্চুরি'র দিন ভ্যালেন্সিয়ার জালে রিয়ালের চার

    বেনজেমার 'ট্রিপল সেঞ্চুরি'র দিন ভ্যালেন্সিয়ার জালে রিয়ালের চার    

    বেনজেমা পেনাল্টি নিলেন; জাসপার সিলিসেন ডাইভও দিলেন ঠিক জায়গায়। কিন্তু ও পেনাল্টি ধরা-ছোঁয়ার বাইরে; ঠিক যেমন বেনজেমায় ধাপে ধাপে এগোচ্ছেন অবিস্মরণীয় এক কীর্তির দিকে। এই পেনাল্টি থেকে গোল করে তার নামের পাশে লেখা হলো রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০ গোল করার মাইলফলক; তার সামনে কয়েক গোল সমান দূরত্বে দুই রিয়াল ‘গ্রেট’ রাউল আর আলফ্রেডো ডি স্টেফানো। রোনালদোর ৪৫০ গোলের দানবীয় রেকর্ড হয়তো ছোয়া হবে না, তবে বেনজেমার মাইলফলকে পৌঁছার দিনে ৪-১ গোলের জয় নিঃসন্দেহে পুরো দলের জন্য উদযাপনের উপলক্ষ্য।

    আর উপলক্ষ্য হবেই বা না কেন! নিজেদের ঘরের মাঠে শেষ তারা হেরেছিল ২০২১ এর ফেব্রুয়ারি; এরপর এক ম্যাচও হারতে হয়নি লস ব্লাংকোসদের। আজকের ম্যাচ জিতে বার্নাব্যুতে তাদের যে টানা ২০ ম্যাচ জয় এরপর! 

    বছরের শুরুর ম্যাচটা হেরে বসায় কেউই খুব একটা ভালো মেজাজে ছিলেন না। শুরু থেকেই তাই খেলায় দাপটটা দেখানোর ব্যাপারে বদ্ধপরিকর ছিল ডন কার্লো আনচেলত্তির দল। ভ্যালেন্সিয়া অবশ্য নিজেরাই সে সুযোগটা দিয়েছে বেশি করে; নিজেদের অর্ধে বসে থাকা ছাড়া বাড়তি কিছু তারা করতেও চায়নি। প্রথম আধ ঘণ্টা ভ্যালেন্সিয়ার দেয়াল ভাংতে ব্যর্থ হলেও চেষ্টার কমতি ছিল না রিয়ালের ফরোয়ার্ড লাইনের।

    প্রথম সুযোগটাও এলো ভ্যালেন্সিয়ার সুবাদে। ভিনিসিয়াস জুনিয়রের রানে বাধা দেওয়া পেনাল্টি পেয়ে বসে রিয়াল মাদ্রিদ, প্রথমার্ধ শেষ হবার ঠিক দুই মিনিট আগে। আর স্পট থেকে গোল করেই সেই অনবদ্য মাইলফলকে পৌঁছে যান করিম বেনজেমা।

    দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা অংশ জুড়ে চললো ‘দ্য রিয়াল শো’। ব্যাকলাইন থেকে মিলিতাও ফরোয়ার্ড বল নিয়ে এগোলেন ক্রমাগত; অন্যদিকে রিয়ালের তিন মিডফিল্ড ত্রয়ী রীতিমত শাসন করেছেন পুরো ম্যাচে, নিয়ন্ত্রণ করেছেন রিয়ালের আক্রমণের ছন্দ। আর সামনে ছিল বেনজেমা-ভিনিসিয়াসের চমৎকার বোঝাপড়া। সে এক দারুণ বোঝাপড়া আর বক্সে নিজেদের মধ্যে ওয়ান-টু থেকে ম্যাচের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। তবে যেভাবে বক্সে তিনজন ডিফেন্ডারকে চতুরতার সঙ্গে কাটিয়েছেন, উদযাপনের সময় তাতে মুগ্ধ হয়েছেন বেনজেমা নিজেও! নিজের ডাবলের জন্য ভিনিসিয়াসকে অপেক্ষা করতে হয়নি দশ মিনিটও। আসেনসিও’র রাইট সাইডেড শট সিলিসেন ফিস্ট করে সরিয়ে দিলেও ক্লিয়ার করতে পারেননি। আনমার্কড ভিনিসিয়াস দৌড়ে এসে আলতো হেডে গোল করে প্রায় জয়টা নিশ্চিতই করে ফেলেন সেখানে

    তবে শেষদিকে আক্রমণে গিয়েছে ভ্যালেন্সিয়া। ৭৬ মিনিটে ফারলান্ড মেন্ডি আন্দ্রের হাত ধরে টান দিলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। গনচালো গেদেসের পেনাল্টিটা ঠিক জায়গায় ঝাঁপিয়ে পড়ে ঠিকই ঠেকিয়েছিলেন থিবো কোর্তোয়া। তবে রিবাউন্ডে হেড করে শেষ পর্যন্ত এক গোল শোধ করতে পারে ভ্যালেন্সিয়া।

    এরপরও বেশ কয়েকবার ভ্যালেন্সিয়ার আক্রমণের পরীক্ষা দিতে হয়েছে কোর্তোয়া ও রিয়ালের ব্যাকলাইনকে; কিন্তু ফল মেলেনি। উল্টো ৮৮ মিনিটে ফারলান্ড মেন্ডির ক্রস বক্সে পেয়ে ওয়ান টাচে টার্ন নিয়ে রিয়ালের হয়ে ৩০১ নাম্বার গোলটাও করে ফেলেন বেনজেমা। শেষমেশ রিয়ালের জয় ৪-১ গোলের বিশাল ব্যবধানে।

    আজকের জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে ব্যবধানে আটে নিয়ে গেল রিয়াল, যদিও সেভিয়া এখনও দুইটি ম্যাচ খেলেনি। দিনের অন্যম্যাচে বার্সেলোনা খেয়েছে হোঁচট। শেষ মুহূর্তে গোল খেয়ে গ্রানাদার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে