• বঙ্গবন্ধু বিপিএল ২০২২
  • " />

     

    কোন দলে বিদেশি ক'জন: শুরু থেকে থাকতে পারেন কারা

    কোন দলে বিদেশি ক'জন: শুরু থেকে থাকতে পারেন কারা    

    আগামী ২১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। সরাসরি চুক্তি ও ড্রাফট মিলিয়ে, দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে ইতোমধ্যে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 


    আরও দেখুন: বিপিএল ফিক্সচার (বাংলাদেশ সময় অনুযায়ী) 


    কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে যোগ দিয়েছেন সুনীল নারাইন ও ফাফ ডু প্লেসি। নারাইন আগে বিপিএল খেললেও, ডু প্লেসি এবারই প্রথম। 

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সকল বিদেশি ক্রিকেটারই দেশে এসে পৌঁছেছেন। কেনার লুইস, চ্যাডউইক ওয়ালটন, উইল জ্যাকস, বেনি হাওয়েল ও রায়াদ এমরিট মিরপুর একাডেমি মাঠে অনুশীলনও সেরেছেন।  

    সিলেট সানরাইজার্সের জার্সিতে শুরু থেকেই দেখা যেতে পারে রবি বোপারা, কেসরিক উইলিয়ামস ও কলিন ইনগ্রামদের। সানরাইজার্স শিবিরে ইতোমধ্যে হাজির হয়েছেন তারা। 

    ফরচুন বরিশালের স্কোয়াডে সাত বিদেশি ক্রিকেটার থাকলেও, দলের সঙ্গে যুক্ত হয়েছেন কেবল তিনজন; ডোয়াইন ব্রাভো, জেইক লিন্টট ও আলজারি জোসেফ। 

    মিনিস্টার ঢাকার স্কোয়াডে যোগ দিয়েছেন শ্রীলংকার বাঁহাতি পেসার ইসুরু উদানা, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও মোহাম্মদ শাহজাদ। 

    এই পাঁচ দলের বিদেশি ক্রিকেটাররা এলেও খুলনা টাইগার্সের কোনো বিদেশি ক্রিকেটারদের আগমনের খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

    ড্রাফট ও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মোট ৩৫ জন বিদেশি ক্রিকেটার। এবার দেখে নিন, কোন দলে বিদেশি ক্রিকেটার ক'জন। 


    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

    চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, বেনি হাওয়েল. উইল জ্যাকস ও কেনার লুইস। 


    ফরচুন বরিশাল

    ক্রিস গেইল, মুজিব-উর-রহমান, ডোয়াইন ব্রাভো, ওবেড ম্যাককয়, আলজারি জোসেফ, নিরোশান ডিকভেলা ও জেইক লিন্টট। 
     

    মিনিস্টার গ্রুপ ঢাকা

    ইসুরু উদানা, কাইস আহমাদ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী  ও আন্দ্রে রাসেল। 


    কুমিল্লা ভিক্টোরিয়ান্স

    সুনিল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলী, কুশল মেন্ডিস, ওশানে থমাস ও করিম জানাত।


    খুলনা টাইগার্স

    থিসারা পেরেরা, নাভিন-উল-হক, ভানুকা রাজাপাক্সে, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা ও আন্দ্রে ফ্লেচার। 


    সিলেট সানরাইজার্স

    রবি বোপারা,  সিরাজ আলী, কেসরিক উইলিয়ামস, কলিন  ইনগ্রাম, লেন্ডল সিমন্স ও ডেভন থমাস


    আরও দেখুন: বিপিএলে কে কোন দলে