• বঙ্গবন্ধু বিপিএল ২০২২
  • " />

     

    বিপিএলের প্লে অফ লড়াই: কার সামনে কী সমীকরণ

    বিপিএলের প্লে অফ লড়াই: কার সামনে কী সমীকরণ    

    বিপিএলের সিলেট পর্বে জমে উঠেছিল মাঠের লড়াই। বেশ কয়েকটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টানটান উত্তেজনায়। অনুমিতভাবেই মাঠের খেলার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে মোট ২৬ ম্যাচ। ৯টি করে ম্যাচ ম্যাচ খেলেছে ৪টি দল। বাকি দুই দল খেলেছে ৮ ম্যাচ করে।  

    ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দুই দল বরিশাল ও কুমিল্লা। বরিশাল উঠে গিয়েছিল আগেই, কুমিল্লাও কাল নিশ্চিত করেছে সিলেটকে হারিয়ে।

    ৯ ম্যাচে মাত্র এক জয় সিলেট সানরাইজার্সের। ইতোমধ্যে শেষ চারের দৌড় থেকে ছিটকে পড়েছে দলটি। প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিতের জন্য লড়ছে বাকি তিন দল- মিনিস্টার গ্রুপ ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

    ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। ঢাকার চেয়ে এক ম্যাচ কম খেলা খুলনার অবস্থান চতুর্থ, তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। শুরুতে ভালো করলেও মাঝের ছন্দপতনে প্লে অফের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে চট্টগ্রাম। ৯ ম্যাচ খেলে পঞ্চম অবস্থানে থাকা দলটির সংগ্রহ ৮ পয়েন্ট। 

    তবে প্লে অফের দরজা খোলা থাকছে এই তিন দলের জন্যই। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে ঢাকার প্রতিপক্ষ বরিশাল। সাকিব আল হাসানের দলকে হারাতে পারলে প্লে অফে জায়গা নিশ্চিত হবে ঢাকার। 

    এর আগে অবশ্য রোমাঞ্চ ছড়াবে দিনের প্রথম ম্যাচ। মুশফিকুর রহিমের খুলনা খেলবে ইমরুল কায়েসের কুমিল্লার বিপক্ষে। এই ম্যাচে হেরে গেলেও অবশ্য খুলনার সুযোগ থাকছে প্লে অফে যাওয়ার। কারণ আগামী ১২ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও খেলবে এই দুই দলই। প্রথম দেখায় খুলনা যদি হেরেও যায়, একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করার সুযোগ থাকছে তাদের। কারণ চট্টগ্রামের চেয়ে রানরেটেও এগিয়ে তারা। 

    এদিকে চট্টগ্রামের বাকি আছে কেবল এক ম্যাচ। শেষ ম্যাচে আফিফ হোসেনরা খেলবেন ইতোমধ্যে বিদায় ঘণ্টা বেজে যাওয়া সিলেটের বিপক্ষে। সিলেটকে হারালেও হবে না। খুলনা কুমিল্লার বিপক্ষে দুই ম্যাচ এবং ঢাকা বরিশালের বিপক্ষে যেন হারে, সেই প্রার্থনাও করতে হবে তাদের।