ফাইনাল হলে খেলতে পারতেন রোনালদো!
ম্যাচ শুরুর আগেই প্রথম একাদশ ঘোষণার সময়েই চমক। ক্রিস্টিয়ানো রোনালদো নেই! কানে হেডফোন লাগিয়ে ধোপদুরস্ত রোনালদো বসে আছেন মাঠে- ইতিহাদে কাল টিভি ক্যামেরায় অনেকবারই দেখা গেছে দৃশ্যটা। খেলতে না পারার অব্যক্ত যন্ত্রণাও কি একটু খেলা করছিল না রোনালদোর মুখে ? কিন্তু পরে রোনালদো নিজেই জানিয়েছেন, ফাইনাল হলে একটা সুযোগ নিতে পারতেন!
দুইদিন আগেই জিনেদিন জিদান ঘোষণা দিয়েছিলেন, রোনালদো ম্যানচেস্টার সিটির ম্যাচের জন্য ফিট। গত সপ্তাহে ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেটা থেকে সেরে উঠেছেন বলেই মনে হচ্ছিল। কাল ম্যাচের আগে মিডিয়া অনুশীলন সেশনেও অংশ নিয়েছিলেন। সেখানেও কোনো সমস্যা ছিল বলে মনে হয়নি। কিন্তু ম্যাচের আগে চূড়ান্ত ফিটনেস টেস্টের আগে হঠাৎ করেই দেখা গেল, পুরোপুরি ফিট নন। পরে দলের ফিজিওদের সঙ্গে কথা বলে ঠিক হলো, রোনালদোকে নামানোর ঝুঁকি নেওয়া হবে না। এমনকি বেঞ্চেও ছিলেন না। তাঁর জায়গায় নেমেছেন লুকাস ভাসকুয়েজ।
পরে স্প্যানিশ একটা রেডিওকে রোনালদো বলেছেন, “এখনও কিছুটা টান আছে। পরের ম্যাচে কী হয় দেখ যাক। তবে কাল যদি ফাইনাল হতো, আমি একটা ঝুঁকি নিতে পারতাম।” কিন্তু রোনালদোর চোট আসলে কতটা গুরুতর ? স্প্যানিশ রেডিও অন্টা সেরো জানাচ্ছে, রোনালদোর হ্যামস্ট্রিংয়ে মৃদু টান লেগেছে। বার্নাব্যুতে পরের লেগে খেলা নিয়েও এখন সংশয়। রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক এমিল বুত্রাগেনো অবশ্য আশাবাদী, “খুবই দুঃখের ব্যাপার, সে চোট কাটাতে পারেনি। এটা দুই লেগের খেলা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হতো। আশা করি, যা হয়েছে সেটা সবার জন্যই ভালো হয়েছে।”
গত সপ্তাহে ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচেই এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামতে পারেননি রোনালদো। সিটির ম্যাচের পর লা লিগায় রিয়ালের পরের ম্যাচটা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। সেটাতেও রোনালদোর নামার সম্ভাবনা ক্ষীণ!