নিষ্প্রাণ ড্রয়ে দুই দলই খুশি
দুই প্রতিপক্ষ কোচই খুশি মনে মাঠ ছাড়ছেন- খুব কম ম্যাচের পরেই এমন হয়। কাল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির নিষ্প্রাণ গোলশুন্য ড্রয়ের পর সেটাই হয়েছে। রিয়াল কোচ জিনেদিন জিদান খুব অসন্তুষ্ট নন, সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও ফলটা লুফে নিচ্ছেন।
কারণটাও অবশ্য বোঝাই যায়। ম্যাচের আগেই ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। হঠাৎ এসে ধাক্কাটা সামলে রিয়াল মাদ্রিদ ড্র করতে পেরেছে, সেটাকেই জিদান মানছেন বড় পাওয়া হিসেবে, “ফলটা ভালোই হয়েছে। একটা গোল করতে পারলে ভালো হতো। কিন্ত এই ফলের পর আসলে অবস্থাটা একই আছে। পরের লেগে দুই দলেরই সুযোগ সমান।” দ্বিতীয়ার্ধে রিয়ালের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট জিদান, “এটা কঠিন একটা ম্যাচ। কিন্তু আমরা সবসময়ই উন্নতি করতে পারি। দ্বিতীয়ার্ধে আমরা প্রথমার্ধ থেকে ভালো খেলেছি।”
ম্যান সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি নিশ্চয় জয় নিয়েই মাঠ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু ড্রয়ের জন্য কোনো খেদ নেই তাঁর, “আমি দলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাইনি। আমরা অনেক প্রেসিং করেছি, কিন্তু বেশি সুযোগ সৃষ্টি করতে পারিনি। বিশেষ করে সিলভার চোটের পর। দুই দলের মধ্যেই সৃজনশীলতার অভাব ছিল, কিন্তু আমাদের শরীরী ভাষা ভালো ছিল। রিয়ালের চেয়ে জয়ের চেষ্টা আমাদেরই বেশি ছিল।”
পেলেগ্রিনি জানিয়ে দিলেন, ফাইনালে ওঠার ব্যাপারে এখনো বেশ আশাবাদী, “বার্নাব্যুতে গিয়ে আমরা ফাইনালে যাওয়ার সব চেষ্টাই করব। গোলশুন্য ড্র আমাদের পক্ষেই আছে, কিন্তু আমার মনে হয় না সিলভা খেলতে পারবে, ও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছে।”