• দলবদলের যত খবর
  • " />

     

    হালান্ড, মানে, সুয়ামেনি: দলবদলে যা হয়েছে, যা হচ্ছে

    হালান্ড, মানে, সুয়ামেনি: দলবদলে যা হয়েছে, যা হচ্ছে    

    ২০২১-২২ মৌসুমকে বিদায় জানিয়ে ইউরোপজুড়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে গ্রীষ্মকালীন দলবদল। প্রিমিয়ার লিগে গত ১০ই জুন খুলে দেওয়া হয় গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। বাকি লিগগুলোয় এই উইন্ডো খুলবে জুলাইয়ের প্রথম দিন। তবে আনুষ্ঠানিকভাবে সব জায়গায় দলবদল হালনাগাদ শুরু না হলেও ক্লাবগুলোর মাঝে এ সংক্রান্ত আলোচনা থামিয়ে রাখছে না কেউ। তাই উইন্ডো খোলার আগেই অনেক খেলোয়াড়ের বিকি-কিনি চূড়ান্ত করে ফেলেছে ক্লাবগুলো। 

    ইউরোপের শীর্ষ দলগুলোর মাঝে এখন পর্যন্ত যেসব দলবদল নিশ্চিত হয়েছে সেগুলো নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন- 

    রিয়াল মাদ্রিদ: বলার অপেক্ষা রাখে না, গত কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ট্রান্সফার টার্গেট ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু সীমাহীন নাটকের পর গত মাসে এমবাপে পিএসজিতে চুক্তি নবায়ন করলে তাকে দলে ভেড়ানোর স্বপ্ন আপাতত স্থগিত রাখতে হয় মাদ্রিদের দলটিকে। 

    এমবাপের জন্য জমা করা ফান্ড অবশ্য এখন বেশ ভালোভাবেই ব্যবহার করছে মাদ্রিদ। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই চেলসি ডিফেন্ডার অ্যান্থনি রুডিগারের স্বাক্ষর নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। এই অভিজ্ঞ সেন্টারব্যাককে বিনামূল্যে পেলেও পরবর্তী দলবদলে ভালোই খরচ করে মাদ্রিদ। ১১ই জুন পিএসজি ও লিভারপুলের বিপক্ষে দামাদামির যুদ্ধে জিতে অ্যাড-অনসহ ১০০ মিলিয়ন ইউরোর চেয়েও বেশি দামে মোনাকোর তরুণ মিডফিল্ডার অরেলিয়েন সুয়ামেনিকে দলে ভেড়ায় তারা। 

    লিভারপুল: এই ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদের চেয়েও বেশি ব্যস্ত রয়েছে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ লিভারপুল। সিংহভাগ ক্লাব যেখানে দলবদলের খাতাই খোলেনি, সেখানে লিভারপুল ইতোমধ্যে তাদের খাতা বন্ধ করে বসেছে। 

    জানুয়ারি উইন্ডোতে সময়ের অভাবে ভেস্তে যাওয়া ফাবিও কারভালিয়োর দলবদল এবার শুরুতেই সম্পন্ন করেছে লিভারপুল। ফুলহামে নজরকাড়া তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য ৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে অলরেডরা। এরপর সাদিও মানে বিদায় নেওয়ার আগেই তার উত্তরসূরিকে দলে ভিড়িয়েছে তারা। বেনফিকা স্ট্রাইকার ডারউইন নুনেজের জন্য ক্লাবের দলবদলের রেকর্ড ভেঙেছে লিভারপুল। বিশালদেহী এই গোলমেশিনের জন্য ৬৪ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্লাবটি (সাথে রয়েছে অ্যাড-অন)। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ব্যাক-আপ হিসেবে একজন রাইটব্যাকও কিনেছে লিভারপুল। স্কটিশ লিগে বর্ষসেরা তরুণের খেতাব পাওয়া ক্যালভিন রামসির জন্য তার দল অ্যাবারডিন পেয়েছে ৪ মিলিয়ন পাউন্ড।   

    বায়ার্ন মিউনিখ: রবার্ট লেভানডফস্কি জানিয়ে দিয়েছেন সামনের মৌসুমে আর বায়ার্নে থাকা হচ্ছে না তার। ক্লাব ছাড়তে পারেন সার্জ গ্যানাব্রিও। দলের এই মূল্যবান রত্নদের হারানোর আগেই যোগ্য উত্তরসূরি বাছাইয়ের চেষ্টায় রয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। সেই মর্মে ১৮.৫ মিলিয়ন পাউন্ডে আয়াক্স থেকে রায়ান গ্রাভেনবার্চকে দলে ভিড়িয়েছে তারা। এরপর ৩২ মিলিয়ন পাউন্ডে (সাথে অ্যাড-অন) লিভারপুল থেকে দলে ভিড়িয়েছে আফকন চ্যাম্পিয়ন সাদিও মানেকে। ধারণা করা হচ্ছে, দলে লেভার জায়গাটা পাচ্ছেন মানে।  

    ম্যানচেস্টার সিটি: মিডিয়ার ঢাকঢোল এড়িয়ে একরকম পর্দার আড়ালেই আর্লিং হালান্ডের দলবদলটি সম্পন্ন করেছে সিটি। ৫১ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ মিটিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই নরওয়েজিয়ান দলে ভেড়ায় তারা। তবে বেতন, এজেন্ট ফি ও আনুষঙ্গিক বোনাস মিলিয়ে এই ডিলে সিটির খরচের পরিমাণ ২১৩ মিলিয়ন পাউন্ডের মতো হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ। 

    আর্সেনাল: এবারও দলবদলের বাজারে বড় অঙ্ক খরচ করার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। গত গ্রীষ্মে সবচেয়ে বেশি খরচ করা প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল তাদের পুনর্নির্মাণ প্রক্রিয়া অব্যাহত রাখছে। সেই মর্মে পোর্তোর ক্রিয়েটিভ মিডফিল্ডার ফাবিও ভিয়েরাকে দলে ভেড়াচ্ছে লন্ডনের দলটি। ভিয়েরার জন্য ৩৪ মিলিয়ন পাউন্ড গুণতে হচ্ছে আর্সেনালকে। এছাড়া, সাও পাওলো থেকে মার্কুইনোজ নামের ১৯ বছর বয়সী এক তরুণ স্ট্রাইকারকেও দলে ভেড়াচ্ছে তারা।   

    আর্সেনালের নগর প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পারও বসে নেই। ব্রাইটন হোভ আলবিয়নের সেন্টার মিড ইউভেস বিসুমা দলে ভিড়িয়েছে স্পার্স। এই ২৫ বছর বয়সী মালি তারকার জন্য ২৫ মিলিয়ন পাউন্ড (সাথে অ্যাড-অন ১০ মিলিয়ন পাউন্ড) খরচ করেছে তারা। এছাড়া এডি এনকেতিয়ার চুক্তি নবায়ন করেছে আর্সেনাল। আর ফ্রি ট্রান্সফারে আর্সেনাল ছেড়ে লিঁওতে পাড়ি জমিয়েছেন স্ট্রাইকার আলেকজান্ডার লাকাজেট। 

    লন্ডনের অপর দল চেলসি এখনও কোনো দলবদল করেনি। গ্যাব্রিয়েল জেসুস, রহিম স্টার্লিং ও উসমান ডেম্বেলের মতো ফুটবলারদের সঙ্গে চেলসির নাম শোনা গেলেও আপাতত লুকাকুর বন্দোবস্ত করতেই ব্যস্ত রয়েছে ক্লাবটি। বেলজিয়ান স্ট্রাইকারের লোনে ইন্টারে ফেরত পাঠাতে আলোচনা চালিয়ে যাচ্ছে চেলসি। দলবদল করেনি ম্যান ইউনাইটেডও, শোনা যাচ্ছে বার্সা থেকে ফ্রাংকি ডি ইয়ংকে আনতে পারে তারা। 

    এদিকে দলবদলের বাজারে সরব রয়েছে অ্যাস্টন ভিলা, লিডসের মতো ক্লাবগুলোও। লোনে আসা কুটিনহোর দলবদল ১৭ মিলিয়ন পাউন্ডে চূড়ান্ত করে গ্রীষ্ম শুরু করে ভিলা। এরপর তারা মার্সেই মিডফিল্ডার বোবাকার কামারাকে বিনামূল্যে দলে ভেড়ায়। আর ২৬ মিলিয়ন ইউরোয় সেভিয়া সেন্টারব্যাক ডিয়েগো কার্লোসকে দলে ভেড়ায় স্টিভেন জেরার্ডের ক্লাব।