• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মাঠ নিয়ে বায়ার্নের 'অভিযোগ'

    মাঠ নিয়ে বায়ার্নের 'অভিযোগ'    

    টানা তৃতীয় মৌসুম চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে পরাজয় নিয়েই মাঠ ছাড়লো বায়ার্ন মিউনিখ। তবে এ যাত্রায় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলের হারটা ঠিক মেনে নিতে পারছে না জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের পক্ষ থেকে বলা হচ্ছে ভিসেন্তে ক্যালদেরনের গতকালের মাঠ ঠিক খেলার উপযোগী ছিল না।

     

     

    ম্যাচ হারের পর প্রথম অভিযোগটা আসে কোচ পেপ গার্দিওলার কাছ থেকেই, “বলের গতি ছিল বেশ ধীর, মাঠ থেকে কোনো সহায়তা পাওয়া যায় নি। ঘাস শুকনো ছিল, অবশ্য আমরা জানতাম এমন কিছুই করা হবে।”

     

    অনুরূপ অভিযোগ এসেছে খেলোয়াড়দের তরফেও। যেমনটা বলছিলেন বায়ার্নের ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি মার্টিনেজ, “ঘাস শুকনো থাকায় আমাদেরকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। আমরা এখানে গতিশীল ফুটবল খেলতে এসেছিলাম। কিন্তু মাঠের অবস্থা আমাদের খেলাটাই নষ্ট করে দিলো।”

     

    তবে প্রতিপক্ষের এমন অভিযোগের একাট্টা জবাবই আসছে অ্যাটলেটিকোর তরফে, “এটাই তো ফুটবল। আমাদের কাজ ফুটবল খেলা আর গ্রাউন্ডসম্যানদের কাজ তাঁদের মতো করে ঘাস কাটা।”

     

    অ্যাটলেটিকো ডিফেন্ডার ফেলিপে লুইজের মন্তব্য সমস্যা হলে সেটা দু’ দলেরই হয়েছে, “ঘাস তো দু’ দলের জন্যই শুকনো ছিল, এটা তো আমাদের খেলাও বাধাগ্রস্ত করেছে। আর মাদ্রিদের আবহাওয়া কেমন সেটা তো কারও অজানা নয়।”

     

    ম্যাচের একমাত্র গোলদাতা সল নিগুয়েজও একই কথা বললেন, “এটা যদি তাঁদের ক্ষতি করে থাকে, তবে আমাদেরও ক্ষতি করেছে। ঘাস তো দু’ দলের জন্যই এক রকম ছিল।”