• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালের চিকিৎসক দলের ওপর রোনালদোর অনাস্থা!

    রিয়ালের চিকিৎসক দলের ওপর রোনালদোর অনাস্থা!    

    এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা, সামনের সপ্তাহের আগে ক্রিস্টিয়ানো রোনালদো সেরে উঠবেন তো? ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রথম লেগে দর্শক ছিলেন। পরের লেগেও থাকবেন কি না, সেটা নিয়ে এখন পরস্পরবিরোধী মত। এর মধ্যে আবার জানা যাচ্ছে, রোনালদো নাকি রিয়ালের চিকিৎসক দলের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন!

    রোনালদোর চোট নিয়ে অনেক রকম কথাই শোনা যাচ্ছে। কাল শোনা গিয়েছিল, রোনালদোর চোট বেশ গুরুতর। সামনের সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ তো বটেই, সিটির সঙ্গেও নামার সম্ভাবনা ক্ষীণ। এদিকে আজই আবার রোনালদোর মা জানালেন, তাঁর ছেলে ৮০ ভাগ ফিট। সিটির সঙ্গে নামার সম্ভাবনাই বেশি। পরে মার্কাও জানাল, রোনালদোর এমআরআই পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি। সিটির সঙ্গে নামার সম্ভাবনাই বেশি।

     

    এদিকে এএস জানাচ্ছে, রিয়ালের চিকিৎসক দলের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন রোনালদো। বরং এখন চিকিৎসক হোয়াকিন হুয়ানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ড. হোয়াকিন ফুটবলারদের সঙ্গে নন, কাজ করেন বিখ্যাত স্প্যানিশ বাস্কেটবল তারকা পল গ্যাসলের সাথে।

    এর আগে মাদ্রিদের আরও বেশ কয়েকজন খেলোয়াড়ও রিয়ালের চিকিৎসক দলের ওপর অনাস্থার কথা জানিয়েছিলেন। হোয়াকিন এবার রোনালদোর চোট দ্রুত সারানোর জন্য স্টেম সেল থেরাপির আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তবে সেটার জন্য রোনালদো এই চোট থেকে পাকাপাকিভাবে নিষ্কৃতি পাবেন না।