• বঙ্গবন্ধু বিপিএল ২০২২
  • " />

     

    তারকা সংকটে বিপিএল?

    তারকা সংকটে বিপিএল?    

    আন্দ্রে রাসেল, সুনিল নারাইনের মতো টি-টোয়েন্টির জনপ্রিয় তারকারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়মিত মুখই। গত আসরে খেলেছেন ফাফ ডু প্লেসিও। কিন্তু বিপিএলের আগামী আসরে তাদের মতো তারকাদের দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। আসন্ন বিপিএলের কাছাকাছি সময়ে মাঠে গড়াবে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ; বিগ ব্যাশ আইএল টি-২০, দক্ষিণ আফ্রিকা  টি-২০ লিগ।

    ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নাম লিখিয়েছেন অনেক তারকা। আন্দ্রে রাসেল-মঈন আলীদের নাম উঠেছে আইএল টি-টোয়েন্টির মার্কি সেটে। কাজেই বলা চলে, তারকা ক্রিকেটারদের সংকটে পড়তে যাচ্ছে বিপিএলের আগামী আসর

    আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবি জানিয়েছে আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। ৫ জানুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএল। ওদিকে বিগ ব্যাশ, আইএল টি-২০ লিগ ও দক্ষিণ আফ্রিকার টি-২০র পর্দাও উঠবে বিপিএলের কাছাকাছি সময়ে। বলা চলে বিপিএলের তারকা ক্রিকেটার প্রাপ্তিতে অন্যতম বাধা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির আসন্ন ঠাঁসা সূচি। তবে এরচেয়ে বড় বাধা হচ্ছে লিগগুলোতে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামো। যে তালিকায় সবার নিচে অবস্থান বিপিএলের। এক মৌসুমে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক দেয়ার রেকর্ড আইপিএলে। 

    তবে মজার ব্যাপার হচ্ছে মাঠে গড়ানোর আগেই বিশ্বের দ্বিতীয় আকর্ষণীয় লিগের তকমা পেয়েছে আরব আমিরাতের আইএল টি-২০। নেপথ্যে আছে এর আর্থিক ও বেতন কাঠামো। এক মৌসুমে সর্বোচ্চ সাড়ে চার লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পারিশ্রমিক পাবেন তারকা ক্রিকেটাররা। জোর গুঞ্জন ছিল বিগ ব্যাশ বাদ দিয়ে আইএল টি-২০তে খেলতে পারেন ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশের গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ২ লক্ষ ৩৮ হাজার ডলার। কিন্তু আইএল টি-২০তে খেললে এর দ্বিগুণ পারিশ্রমিক পাবেন তিনি। তবে জানা গেছে বিগ ব্যাশকেই বেছে নিয়েছেন তিনি। 

     

    দৃশ্যপটে এসেছে দক্ষিণ আফ্রিকার বহুল প্রতীক্ষিত  টি-টোয়েন্টি টুর্নামেন্টও। ক্রিকেটারদের তৃতীয় সর্বোচ্চ পারশ্রমিক দেবে লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে আলাদা ছয়টি দলের মালিকানা কিনেছে আইপিএলের স্বনামধন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ৩ লক্ষ মার্কিন ডলার। মিনি আইপিএল ডাকনাম পাওয়া এই লিগের ফ্র্যাঞ্চাইজিদের সাথে ইতোমধ্যে চুক্তি সেরেছেন জস বাটলার, লিভিংস্টোনরা, শোনা যাচ্ছে মঈন আলীর নামও। ধরে নেয়া যায়, বিপিএলে হয়তো দেখা যাবে না ইংলিশ অলরাউন্ডারকে। ফাফ ডু প্লেসিও আছেন এই তালিকায়। 

    বিপিএলের জন্য আইসিসির এফটিপিও একটা বড় বাধা হতে পারে তারকা ক্রিকেটার প্রাপ্তিতে। এফটিপি অনুযায়ী আগামী বছর জানুয়ারি অর্থাৎ বিপিএল শুরু হওয়ার সময়টায় আন্তর্জাতিক সিরিজ নেই কেবল ইংল্যান্ড ও পাকিস্তানের। দেশের খেলা ফেলে আদৌ কোনো লিগে যাবেন তারা? ইংল্যান্ডের দ্বিতীয় সারির কয়েকজনকে পাওয়ার সম্ভাবনা থাকলেও, পাকিস্তানের তারকারা এবার বিপিএলে আসবেন কিনা সেটা এখনই বলা মুশকিল। তারা বেশিরভাগই ঝুঁকছেন বিগ ব্যাশ আর সিএসএ টি২০-এর দিকে। এর ওপর ধোঁয়াশা রয়েছে তাদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে। প্রথমে জানা গেছে, বিগ ব্যাশের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে না পাকিস্তান বোর্ড। সেই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন রমিজ রাজা। 

     

    এদিকে  আইএল টি-টোয়েন্টিতেও বিনিয়োগ আছে আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। শাহরুখ খানের নাইট রাউডার্স গ্রুপ থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল মালিক রিলায়েন্স গ্রুপও কিনেছে ফ্র্যাঞ্চাইজি। মজার ব্যাপার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার ফ্যামিলিও নাম লিখিয়েছে এই তালিকায়। তাদের দলের নাম ডেজার্ট ভাইপার্স।

     

    অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে তুলনার মানদন্ডে ক্রিকেটারদের পারশ্রমিকের হিসেব আনলে বিপিএলে সবার চেয়ে পিছিয়েই থাকছে। বিপিএলের গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ১ লক্ষ মার্কিন ডলার। যথারীতি আইপিএল শীর্ষে, দ্বিতীয়তে আইএল, তৃতীয়তে আফ্রিকার টি-২০ লিগ। এদিকে  মাত্র এক মৌসুম পুরনো ‘দ্য হান্ড্রেড; ঢের এগিয়ে আট বছর বয়সী বিপিএলের চেয়ে। অবশ্য সরাসরি চুক্তিতে হয়তো বেশি দাম দিয়ে ক্রিকেটারদের নিয়ে আসার চেষ্টা করবে বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সেটার সম্ভাবনা আদৌ কতটুকু? যদিও গত মৌসুমেও সরাসরি চুক্তিতে বিপিএল খেলেছেন অনেক বিদেশি ক্রিকেটার। 

     

     

    বিপিএলের প্লেয়ার্স ড্রাফট,  টিভি সম্প্রচারের মান, মন্থর উইকেট নিয়ে সমালোচনার কমতি ছিল না কখনোই। ক্রিকেটের মান নিয়েও উঠেছে প্রশ্ন। এর সাথে এবার যুক্ত হতে পারে টি-টোয়েন্টির তারকাদের অনুপস্থিতি। অবশ্য বিপিএল চলাকালীন দেশী তারকারা বাইরের কোনো লিগে খেলার অনুমতি পাবেন না বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী। তবে এবার বিপিএল বাদ দিয়ে দেশী খেলোয়াড়দের কেউ আমিরাত বা দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেলার অনুমতি চাইলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।