• এশিয়া কাপ
  • " />

     

    বাংলাদেশ-আফগানিস্তান: কেমন হবে আপনার ফ্যান্টাসি একাদশ

    বাংলাদেশ-আফগানিস্তান: কেমন হবে আপনার ফ্যান্টাসি একাদশ    

    শারজাহতে আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আফগানিস্তান যাত্রা। এর আগে এশিয়া কাপে তিন বার মুখোমুখি হয়ে আফগানিস্তান পেয়েছে ২টি জয় আর বাংলাদেশ পেয়েছে ১টি। সাকিব আল হাসানের নেতৃত্বে সমতা ফেরাতে বাংলাদেশ থাকবে মুখিয়ে। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করা আফগানিস্তানও ছেড়ে কথা বলবে না। মুখরোচক এই লড়াইয়ের আগে আপনার ফ্যান্টাসি দল সাজাতে তাই সাহায্য নিতে পারেন এই প্রতিবেদন থেকে।

     

    ব্যাটার

    জাযাইয়ের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৪৩.৯৪ হলেও গত দুই বছরে সেটা কমে হয়েছে ১২৭.৯৬। তবে শুরু থেকে সব বলে ব্যাট না চালিয়ে তিনি যে পরিণত হয়েছেন ক্রিকেটার হিসেবে তার প্রমাণ তো রেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী ৩৭ রানের ইনিংসে।

    এরপর দলে রাখতে পারেন মুশফিকুর রহিমকে। ক্যারিয়ারের গড় ও স্ট্রাইক রেটের চেয়ে আফগানদের বিপক্ষে দুটো পরিসংখ্যান তার অপেক্ষাকৃত ভাল। কোনও ফিফটি না পেলেও আফগানদের বিপক্ষে তার গড় ২৪.৮৩ ও স্ট্রাইক রেট ১১৯.২। অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আজ তাই ভরসা করতে পারেন। সাথে রাখতে পারেন আফিফ হোসেনকে। আফগানদের বিপক্ষে চার ম্যাচ খেলে মাত্র ৯৮.০৩ স্ট্রাইক রেটে ৫০ রান করা আফিফকে আপনি রাখতে পারেন কারণ এবার তিনি খেলবেন তার পছন্দের চার নম্বরে। পছন্দের জায়গায় ব্যাট করে আফিফ হয়ত তার সাম্প্রতিক ফর্মের ধারা বজায় রাখবেন।

     

    অলরাউন্ডার

    অলরাউন্ডার হিসেবে প্রথম পছন্দ নিশ্চয় সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সাকিবকে চেনাতে আলাদা করে কোনও পরিসংখ্যানেরও প্রয়োজন নেই। নিজের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক আজ পারফর্ম করতে থাকবেন মুখিয়ে। সাথে রাখতে পারেন শেখ মাহেদী হোসেনকে। শুরুতেই ব্রেকথ্রু এনে দেওয়ায় পারদর্শী অফ স্পিনার আজ ওপেন করার তালিকায়ও আছেন। সেটা হলে ফ্যান্টাসিতে শেখ মাহেদী আপানার জন্য হতে পারে বাজেট অপশন।

    এরপর নিতে পারেন মোহাম্মদ নবী ও রশিদ খানকে। আফগানিস্তান অধিনায়ক প্রথম ম্যাচেই দেখিয়েছেন তিনি কী করতে পারেন, যেমনটি তিনি ভুগিয়েছেন প্রতিপক্ষদের তার পুরো ক্যারিয়ারজুড়েই। সেই সাথে ব্যাট হাতে শেষদিকে ঝড় তুলে তো বাংলাদেশকেই ভুগিয়েছেন বেশ কয়েকবার। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৩য় সর্বোচ্চ উইকেট শিকারীকে নিয়ে তো আলাদা করে কিছু বোলার নেই। প্রথম ম্যাচে কোনও উইকেট না পেলেও বাংলাদেশকে এর আগে অসংখ্যবার ভোগানো রশিদ তার পুনরাবৃত্তি চাইবেন আজকেও।

     

    উইকেটকিপার

    উইকেটকিপার হিসেবে দলে রাখতে পারেন রহমানউল্লাহ গুরবাজকে। ২০১৯ সালে অভিষেকের পর ১৬টি ডিসমিসালের সাথে ১৩৬.৯ স্ট্রাইক রেটে ৭১৬ রান করে ফেলা এই তরুণ উইকেটকিপার ব্যাটার প্রথম ম্যাচেই রেখেছেন তার সামর্থ্যের প্রমাণ। ১৮ বলে ৪০ রানের সেই ঝড়ো ইনিংসের মত কিছু তিনি এদিনও করে দেখাতে চাইবেন।

     

    বোলার

    অভিষেকের পর থেকেই প্রথম ওভারগুলোতে প্রতিপক্ষ দলগুলোর জন্য রীতিমত বিভীষিকা হয়ে গিয়েছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশে সফরে এসে ২ ম্যাচেই ৫ উইকেট নিয়ে দেখিয়েছেন নিজের সক্ষমতা, এশিয়া কাপেও শ্রীলঙ্কার টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন প্রথম ওভারেই। ১০ ম্যাচে মাত্র ৫.৭ ইকোনমি রেটে ১৫ উইকেট নেওয়া ফারুকীকে অবশ্যই আপনার দলে রাখতে চাইবেন।

    মোস্তাফিজের কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও এটা অস্বীকার করার উপায় নেই যে উইকেট তিনি নিয়মিত এনে দেন। তর্কসাপেক্ষে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বোলার মোস্তাফিজ শেষ দুই বছরে ২৮ ম্যাচে ৭.২ ইকোনমি রেটে নিয়েছেন ৩৩ উইকেট, যার মধ্যে দুই বার পেয়েছেন ৪-উইকেট। ফ্যান্টাসি দলে রাখলে তাই মোস্তাফিজের কাছে পয়েন্ট আশা করতেই পারেন।

    মুজিব-উর-রহমানের মত ভয়ঙ্কর স্পিনার বর্তমান ক্রিকেট বিশ্বেই কম আছে। গত বছরগুলোতেও যে তার অস্ত্রে মরচে পড়েনি তার প্রমাণ ১০ ম্যাচে ৬.৩৫ ইকোনমি রেটে ১৫ উইকেট। আপনার দলে নিশ্চয়ই রাখতে চাইবেন এই রহস্য স্পিনারকে।