• লা লিগা
  • " />

     

    কিক অফের আগে: দুই নাম্বার নাইনের যুদ্ধ এবং ক্লাসিকোর আগে যা জানা প্রয়োজন

    কিক অফের আগে: দুই নাম্বার নাইনের যুদ্ধ এবং ক্লাসিকোর আগে যা জানা প্রয়োজন    

    কবে?

    ১৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮.১৫টা 

    কোথায় 

    সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ

     

    লড়াই দুই নাম্বার নাইনের? 

    একদিকে রবার্ট লেভানডস্কি। আরেকদিকে করিম বেনজেমা। দুইজনকে ধরা হয় এই সময়ের দুই সেরা স্ট্রাইকার। বেনজেমা লা লিগায় খেলছেন বহুদিন ধরে, রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোলও তার। গত মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে, রিয়ালকে জিতিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। এবারের ব্যালন ডি অরে তার হাতে দেখাটা এখন মনে হচ্ছে স্রেফ আনুষ্ঠানিকতা। অন্যদিকে লেভানডফস্কি বায়ার্নের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। এই মৌসুমে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এসেছেন লা লিগায়। সেটা যে নিতে পারবেন এর মধ্যেই প্রমাণ দিচ্ছেন, লা লিগায় এর মধ্যেই নয় ম্যাচে আট গোল করে ফেলেছেন। বার্সা যে শীর্ষে আছে তার অনেকটা কৃতিত্ব তার, গোলের জন্য এখন সবচেয়ে বড় ভরসা তিনি। বেনজেমা অবশ্য এই মৌসুমে গোলের দিক দিয়ে পিছিয়ে আছেন, কিন্তু সেটার একটা কারণ তার চোট। প্রথম দুই সপ্তাহে খেলতে পারেননি, গত সপ্তাহেও চোট পেয়েছেন। তবে যখনই নেমেছেন, পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলা খেলেছেন। গোলের সুযোগ তৈরিতে তাই এগিয়ে বেনজেমা। দুজনেই ত্রিশ পেরিয়ে গেছেন, ফর্ম হয়তো খুব বেশিদিন পক্ষে থাকবে না। ক্লাসিকোটা হবে সেরা সময়ের দুই স্ট্রাইকারের যুদ্ধ দেখার এক মোক্ষম উপলক্ষ। 

    রুডিগার আছেন, কোর্তোয়া নেই

    চ্যাম্পিয়নস লিগে মাথায় আঘাত পাওয়ার পর ২০টি সেলাই পড়েছে রিয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের। তবে এই চোট নিয়েই আজ মাঠে নামতে পারেন, জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। থিবো কোর্তোয়ার জন্য অবশ্য সুসংবাদ দিতে পারেননি। চোট পাওয়ায় ম্যাচ প্র্যাকটিস হয়নি, সেজন্য আজ তাকে ছাড়া নামতে হবে রিয়ালকে। যেটা হতে পারে বড় আঘাত। বার্সার হয়ে ক্রিশ্চিয়েনসেন চোট পেয়েছেন, আরাহো আগে থেকেই লম্বা সময়ের জন্য ছিলেন বাইরে। নামতে পারছেন না ডিপাইও।

    কার কী অবস্থা?

    লা লিগার পয়েন্ট টেবিলের যে অবস্থা, আজকের ম্যাচে জয়ী দল অনেকটা এগিয়ে যাবে। বার্সার শুরুটা এই মৌসুমে ভালো হলেও এখনো সেই অর্থে কোনো বড় প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের সাথে মাত্রই ড্র করেছে, ইউরোপা লিগে খেলার সম্ভাবনা চোখ রাঙাচ্ছে। রিয়াল অবশ্য ড্র করলেও চ্যাম্পিয়ন্স লিগ নকআউট নিশ্চিত করেছে। তবে বার্সাকে আশা দিতে পারে গত মৌসুমের ফল, যেবার রিয়ালকে তারা হারিয়েছিল ৪-০ গোলে। জাভি বলছেন, সেই ম্যাচ থেকে প্রেরণা নেবেন তারা।