• ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বাস্তবতা মনে করিয়ে দিলেন রুশো-নরকিয়ারা

    টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বাস্তবতা মনে করিয়ে দিলেন রুশো-নরকিয়ারা    

    নেদারল্যান্ডসের সাথে জয়ের পর যারা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন নিয়ে সামান্য আশা দেখেছিলেন, সেটা বুদবুদ হয়ে মিলিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ম্যাচেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হতশ্রী চেহারা আবারও উন্মোচিত করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, ১০৪ রানের বড় পয়াজয় বরণ করে নিতে হয়েছে বাংলাদেশকে।

    ম্যাচে বাংলাদেশের যা একটু উদযাপনের মুহূর্ত, সেটা এসেছে দুই ইনিংসের প্রথম ওভারে। তাসকিন আহমেদ বল করতে নেমে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন তেন্ডা বাভুমাকে। এরপর রাইলি রুশো আর কুইন্টন ডি কক ম্যাচটা নিয়ে গেছেন বাংলাদেশের মুঠোর বাইরে। আর পরে সৌম্য সরকার কাগিসো রাবাদাকে ইনিংসের প্রথম ওভারে দুইটি ছয় মেরে একটু আশা দেখাচ্ছিলেন। এরপর বাংলাদেশের ইনিংস ছিল শুধুই পেছন দিকে যাওয়া।

    রুশো আর ডি কককে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বৃষ্টি, কিন্তু লাভ হয়নি। মধ্যে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় তুলে দুজন গড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ১৬৩ রান। ডি কক ৬৩ রান করে আউট হয়ে গেলেও রুশো পেয়েছেন টানা দুই ম্যাচে দেশের হয়ে সেঞ্চুরি। একটা সময় অবশ্য মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর অন্তত ২৫০ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ ৫ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছে। কোনো উইকেট না পেলেও মোস্তাফিজুর রহমান ছিলেন সফলতম বোলার, ৪ ওভারে দিয়েছেন ২৫ রান। এছাড়া বাকি সবাই ছিলেন খরুচে।

    সৌম্য ঐ দুই ছয় মেরে আউট হওয়ার পর বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। নরকিয়ার তোপে ফিরে গেছে টপ অর্ডার, সাকিব আবার রিভিউ না নিয়ে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন। মোসাদ্দেক, মিরাজ, নুরুল কিছু করতে পারেননি, এমনকি হারের ব্যবধানও ছোট করতে পারেননি। লিটন একটু চেষ্টা করলেও তার ৩১ বলে ৩৪ রানের ইনিংস যথেষ্ট ছিল না।