• ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    বাটলার ম্যাজিকের পর কারান-ওকসে বেঁচে রইল ইংল্যান্ডের শেষ চারের আশা

    বাটলার ম্যাজিকের পর কারান-ওকসে বেঁচে রইল ইংল্যান্ডের শেষ চারের আশা    

    ইংল্যান্ড-নিউজিল্যান্ড

    সুপার-১২, ব্রিসবেন (টস-ইংল্যান্ড/ব্যাটিং) 

    ইংল্যান্ড-১৭৯/৬, ২০ ওভার (বাটলার ৭৩, হেইলস ৫২, ফার্গুসন ২/৪৫) 

    নিউজিল্যান্ড- ১৫৯-৬, ২০ ওভার (ফিলিপস ৬২, উইলিয়ামসন ৪০, কারান  ২/২৬, ওকস ২/৩৩)

    ফলাফল: ইংল্যান্ড ২০ রানে জয়ী 

    শুরুতে ধীরস্থির ছিলেন জস বাটলার। অন্যপ্রান্তে দাঁড়িয়ে সাঁড়াশি আক্রমণ করে গেছেন অ্যালেক্স হেইলস। ফিফটির পর হেইলস ফিরলেও বিধ্বংসী রূপে দেখা দন অধিনায়ক বাটলার। টিম সাউদি-লকি ফার্গুসনদের ওপর ছড়ি ঘোরানো ব্যাটিং করেছেন মাঝের ওভারগুলোতে। দুজনের গড়ে দেয়া ভিতে লড়াইয়ের রসদ পায় ইংল্যান্ড। বাকি কাজটা সেরেছেন দুই পেসার স্যাম কারান ও ক্রিস ওকস। দুজনের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌড়ে টিকে রইল ইংলিশরা। চলতি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল নিউজিল্যান্ড।

    ইংল্যান্ডের দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট কর‍তে নেমে ইনিংসের শুরুর দিকেই ফিরেছেন ডেভন কনওয়ে। ক্রিস ওকসের বলে জস বাটলারের হাতে ক্যাচ দেন এই ওপেনার। ফিন অ্যালেনকে ফিরিয়েছেন স্যাম কারান। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন উইলিয়ামসন ও আগের ম্যাচে সেঞ্চুরি করা গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৯১ রান। নিউজিল্যান্ড ম্যাচে ফিরেছিল এই জুটিতেই। 

    উইলিয়ামসন ৪০ বলে ৪০ রানে ফিরলেও শেষ চেষ্টা করেছিলেন ফিলিপস। গ্যাবার বড় বাউন্ডারি পার করতে গিয়ে লং অনে ক্যাচ দিলে কিউইদের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় তখনই। ৩৬ বলে ৬২ করেন ডানহাতি এই ব্যাটার। ওকস-কারানদের দুর্দান্ত বোলিংয়ে মিডল অর্ডারে অবশ্য জিমি নিশাম-ড্যারিল মিচেলরা তাকে সঙ্গ দিতে পারেননি সেভাবে।  দুটি করে উইকেট নিয়েছেন ওকস এবং কারান। 

    এর আগে হেইলস-বাটলার মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৮১ রান। বাটলার শুরুতে রয়েসয়ে খেললেও অন্য প্রান্তে হেইলস আক্রমণ শানান। সাত চার ও এক ছক্কায় ৪০ বলে ৫২ রান করেন ডানহাতি এই ব্যাটার। হেইলস ফিরলেও উড়ন্ত সূচনা কাজে লাগান বাটলার। হাত খুলতে শুরু করেন লকি ফার্গুসনের ওভারে। সেই ওভারেই ব্যক্তিগত ৪০ রানে ক্যাচ দিয়ে জীবন পান। 

    সেই সুযোগ কাজে লাগিয়ে রীতিমতো তাণ্ডব বইয়ে দেন তিনি। সাত চার ও দুই ছক্কায় ৪৭ বলে ৭৩ রানে ফিরেছেন রান আউট হয়ে। তার আগে ১৪ বলে ২০ রানের ক্যামিও খেলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। লকি ফার্গুসন দুইটি, সাউদি-স্যান্টনার-সোধি নেন একটি করে উইকেট।