• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ গার্দিওলার 'স্প্যানিশ' দুঃখ

    কিক অফের আগেঃ গার্দিওলার 'স্প্যানিশ' দুঃখ    

    বায়ার্নের ম্যানেজার হিসেবে যোগ দেবার পর এই নিয়ে তৃতীয়বারের মতো সেমিফাইনালে গার্দিওলার দল। গত দু’বারই স্প্যানিশ প্রতিপক্ষের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে জার্মান ক্লাবটিকে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পর এবারের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্পেনের আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ভিসেন্টে ক্যালদেরনে ১-০ গোলে হারের পর আরও একবার চ্যাম্পিয়নস লিগের এই পর্যায় থেকেই বাদ পড়ার শঙ্কায় এখন বায়ার্ন মিউনিখ।

    সল নিগুয়েজের অসাধারণ গোলে অ্যাটলেটিকোর কাছে হারা ওই ম্যাচে গার্দিওলা বেঞ্চে রেখেছিলেন থমাস মুলারকে। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে প্রথম একাদশে না নামানোর সিদ্ধান্তটাই ঘুরে ফিরে আসল দ্বিতীয় লেগের আগে সংবাদ সম্মেলনে। পরের লেগেও মুলারকে বসিয়ে রাখার চিন্তা-ভাবনা আছে কি না তাও জানতে চাওয়া হলে কৌশলগত ভুলের কথা স্বীকার না করে বরং এড়িয়ে গিয়ে অন্য কথা বললেন এই কাতালান। “আমার মনে হয় মানুষের সমস্যা হল আমি অনেকগুলো শিরোপা জিতেছি। খেলা শুরুর এক ঘন্টা আগেই কে খেলছে আর বাদ পড়ছে সবাই তা জানতে পারে”।  

    এই ম্যাচের আগে বায়ার্ন দলে ফিরছেন বোয়াটেং। গত ৩ মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা এই জার্মান প্রথম একাদশে থাকবেন কি না তার নিশ্চয়তা অবশ্য দেয়া যাচ্ছে না। বোয়াটেং খেলুক যাই না খেলুক, এই ম্যাচেও নতুন কৌশল অবলম্বন করবেন বলে জানিয়েছেন গার্দিওলা। প্রতিম্যাচে নতুন কৌশলে মানিয়ে নেয়ার মতো খেলোয়াড়ও তাঁর হাতে আছে বলে আত্মপক্ষ সমর্থন করলেন বায়ার্ন ম্যানেজার।

    দ্বিতীয় লেগে হার এড়াতে পারলেই আরও একবার ফাইনালে যাবে অ্যাটলেটিকো। প্রতিপক্ষের খেলোয়াড়দের হতাশ করে খেলার গতি কমিয়ে দিতেও ওস্তাদ এই দল। তাঁদের জন্য হার এড়াতে খেলতে চাওয়াই তো স্বাভাবিক হবার কথা ছিল! গার্দিওলা যতই নতুন কৌশল বের করুক, অ্যাটলেটিকো ম্যানেজার ডিয়েগো সিমিওনে জয়ের জন্যেই অ্যালিয়াঞ্জ অ্যারিয়নায় নামবেন বলে জানিয়েছেন। “আমার মাথায় জয় ছাড়া কোনো চিন্তা নেই। অন্য মানুষের খোরাক মেটাতে আমার দল মাঠে নামে না”- ডাগ আউটে কালো সুট-টাই পরা আবেগি মানুষটারই দেখা মিলল সংবাদ সম্মেলনেও।

    প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় এক গোলের লিড খুব একটা কার্যকর হবে না তা জানেন সিমিওনেও। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় অ্যাটলেটিকোর প্রতিপক্ষ তো প্রায় ৭০ হাজার বায়ার্ন সমর্থকও।