সমালোচনার জবাব দিলেন গার্দিওলা
বায়ার্ন মিউনিখে কোচিং ক্যারিয়ারের শেষ ক’টা দিন ভালো যাচ্ছে না পেপ গার্দিওলার। ইদানিং সমালোচনার তোপে পড়েছেন বর্তমান সময়ের অন্যতম সফল এই কোচ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তিনি বেঞ্চে বসিয়ে রেখেছিলেন থমাস মুলারকে। ১ম লেগের সেই ম্যাচ বাভারিয়ানরা হেরেছে ০-১ ব্যবধানে। আর তাতেই গার্দিওলার ট্যাক্টিকস নিয়ে চলছে সমালোচনার ঝড়! সাবেক বায়ার্ন কোচ ফেলিক্স ম্যাগাথ যেমন বলেছেন, গার্দিওলার এই ঘুরিয়ে ফিরিয়ে খেলোয়াড় নামানো অনেক ম্যাচেই নিজের পায়ে কুড়াল মারার মতো।
নিজের ট্যাক্টিকস নিয়ে সমালোচনা শুনে চুপ করে বসে নেই গার্দিওলাও। অ্যাটলেটিকোর বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলার আগে কড়া জবাবই দিলেন সমালোচকদের, “আমাকে নিয়ে মানুষের সমস্যা হচ্ছে, আমি অনেকগুলো শিরোপা জিতেছি। খেলা শুরুর এক ঘন্টা আগেই জানতে পারবেন প্রথম থেকে কে খেলা শুরু করবে।” প্রথম লেগের খেলায় বায়ার্ন মূলত হেরেছে অ্যাটলেটিকোর সল নিগুয়েজের কাছেই। এই স্প্যানিশ তরুণের একক নৈপুণ্যে করা দুর্দান্ত এক গোলেই ম্যাচ জিতেছে রজিব্ল্যাঙ্কোসরা।
আগামী মৌসুমে ম্যান সিটির কোচ হতে যাওয়া পেপ গার্দিওলা মনে করেন খেলার ধরন বদলানোর ব্যাপারে একজনের খেলার দর্শনের সাথে মিলিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সাথে তিনি মনে করেন মুলারকে না নামানোয় কোন প্রভাব পড়েনি গত ম্যাচে, “আমাদেরকে খেলার অবস্থা বুঝে খেলার দর্শন অনুযায়ী খেলতে হবে। মাদ্রিদে আমরা মুলারকে না নামানোর কারণে হারি নি। এবং তাঁর উপস্থিতিই একমাত্র নয়, যা মঙ্গলবারের খেলাতেও প্রভাব ফেলবে।” নিজের কোচিং সম্পর্কে তাঁর কথা স্পষ্ট, “আপনাকে যে স্কোয়াড পাওয়া যাবে তাঁর সাথেই মানিয়ে নিতে হবে। আমি যদি স্পেনে যেভাবে খেলিয়েছি সেরকমভাবেই খেলাতে চাইতাম তবে আমি সেখানেই থেকে যেতাম।”
বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নেয়ার পর প্রায় সব রকমের শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের ট্রফি ধরা হয় নি গার্দিওলার। এদিকে মিউনিখেও আর বেশি দিন থাকছেন না পেপ গার্দিওলা। আর তাই এই স্প্যানিশ কোচ খুব করেই চাইবেন শেষ সময়ে এই ট্রফিটাও জিতে বিদায় নিতে। আর জন্য নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে বলেই মনে করেন তিনি, “সেমিফাইনালে আসাটা গর্বের ব্যাপার। তবে মিলানে ফাইনাল খেলতে হলে নিজেদের পারফর্মেন্স আরো উন্নত করতে হবে আমাদের।”