• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বায়ার্নের সঙ্গে প্রতারণা করা হয়েছে!

    বায়ার্নের সঙ্গে প্রতারণা করা হয়েছে!    

    পুরো ম্যাচে বেশীর ভাগ সময়ই বল তাঁদের দখলে ছিল। গোলে শটও সবচেয়ে বেশি তারাই নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচটা জিতেও লাভ হলো না বায়ার্ন মিউনিখের, অ্যাওয়ে গোলের জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু বায়ার্ন মনে করছে, এই ম্যাচে তাঁদের সঙ্গে একরকম প্রতারণাই করা হয়েছে।

    বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে মনে করছেন, এই ম্যাচের দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বায়ার্নের বিপক্ষে গেছে, “আমরা নিজেদের একটু হলেও প্রতারিত বোধ করছি। অ্যাটলেটিকোর গোলটা অফসাইড ছিল। আর যে ফাউল থেকে ওরা পেনাল্টি পেয়েছিল সেটা ছিল বক্সের বাইরে।”

    তুরস্কের রেফারি কুনেত কাকির ছিলেন এই ম্যাচের দায়িত্বে। রুমেনিগে আঙুল তুলেছেন তাঁর দিকেই, “গত সাত দিনে রেফারিকে দুইটি ম্যাচ পরিচালনা করতে হয়েছে। আমি জানি না উয়েফার রেফারিরা এত বেশি ম্যাচের দায়িত্বে থাকেন কি না। কিন্তু তিনি যা করেছেন সেটা খুবই হতাশাজনক।”

    বায়ার্ন ডিফেন্ডার আরতুরো ভিদাল অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে হতাশাটা গোপন রাখলেন না, “আমি জানি না কেন বলটা কাল ঢুকতেই চাইছিল না। দুই লেগে আমরা এতগুলো সুযোগ তৈরি করলাম! আমার মনে হয় দুই ম্যাচেই আমরা ভালো খেলেছি। বল আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।”

    ভিদাল অবশ্য অ্যাটলেটিকোকেও কৃতিত্ব দিয়েছেন, “ওরা সুযোগ কাজে লাগিয়েছে, এজন্যই ফাইনালে গেছে। বিশ্বের সেরা দলটাকে হারিয়েই ওরা ফাইনাল খেলছে।”