• অন্যান্য
  • " />

     

    চিকিৎসায় সাড়া দিচ্ছেন পেলে

    চিকিৎসায় সাড়া দিচ্ছেন পেলে    

    হুট করেই যেন এলো খবরটা। কেমোথেরাপির চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পেলে, অবস্থার আরও অবনতি হয়েছে তার। রাখা হয়েছে প্যালিয়াটিভ কেয়ারে, যেখানে রাখা হয় মৃত্যুপথযাত্রী রোগীর চূড়ান্ত শুশ্রুষার জন্য, শেষ কষ্ট কমিয়ে রাখার জন্য। পরে অবশ্য পেলে নিজেই ইনিস্টাগ্রামে পোস্ট করে সবাইকে আশ্বস্ত করেছেন, তার অবস্থা স্থিতিশীল আছে। 

    পেলে যে গুরুতর অসুস্থ, হাসপাতালে আছেন, সেই খবরটা প্রথম দিয়েছিল ব্রাজিলিয়ান পত্রিকা ফোলহা দে এস পাউলো। পরে অন্য ব্রাজিলিয়ান মিডিয়াও তাদের বরাতে সংবাদ প্রচার করে। একটা সময় ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর গুঞ্জনও। পরে পেলে নিজেই ইন্সটাগ্রামে লিখেছেন, তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তাতে সাড়া দিচ্ছেন। আপাতত শক্ত আছেন। সবাইকে অনুরোধ করেছেন শান্ত থাকার জন্য, তার জন্য প্রার্থনা করার জন্য। সারাবিশ্ব থেকে আসা শুভকামনা তাকে শক্তি যোগাচ্ছে, বলেছেন সেটি। পেলে যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেখান থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে ফুটবল সম্রাটের শারীতিক অবস্থা স্থিতিশীল আছে। ফুসফুসের সংক্রমণে চিকিৎসা নিচ্ছেন এবং তাতে ভালোভাবেই সাড়া দিচ্ছেন।

    ২০২১ সালে কোলন ক্যান্সার ধরা পড়ার পর থেকেই কেমোথেরাপি নিচ্ছেন ৮২ বছর বয়সী পেলে। মধ্যে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হলেও গুরুতর অসুস্থতার খবর জানা যায়নি। পেলের মমেয়ে ইনিস্টাগ্রামে তার বাবার জন্য প্রার্থনার ছবি পোস্ট করলেও শারীরিক অবস্থা কেমন, সেটা পরিষ্কার করেননি।