• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    আর কোনো ব্যথা নেই নেইমারের

    আর কোনো ব্যথা নেই নেইমারের    

    শংকায় পড়ে গিয়েছিলেন নেইমার, শংকায় পড়ে গিয়েছিল গোটা ব্রাজিল। হঠাৎ করে পাওয়া অ্যাংকেলের চোটে অনিশ্চিত হয়ে পড়েছিল নেইমারের বিশ্বকাপ। সব অনিশ্চয়তা কাটিয়ে আবার মাঠে ফিরেছেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে বলেছেন, কোনো ব্যথা টের পাননি তিনি। 

    সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই প্রতিপক্ষের ট্যাকলে অ্যাংকেলে চোট পেয়েছিলেন নেইমার। এরপর সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সাথে ম্যাচ দুইটিতে বাইরে থাকতে হয় তাকে। সুইসদের বিপক্ষে দল যখন মাঠে, নেইমার হোটেলে থেকে নিচ্ছিলেন ফিজিওথেরাপি। এরপর ক্যামেরুনের সাথেও বাইরে। তখন গুঞ্জন শোনা যাচ্ছিল, শেষ ১৬-তে নেইমারকে নাও পাওয়া যেতে পারে।

    তবে এই সপ্তাহেই অনুশীলন শুরু করে নেইমার আশ্বস্ত করেছেন দলকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিতে বলে দিয়েছিলেন, নেইমার মাঠে নামবেন। নেইমার একাদশেই ছিলেন, ভিনিসিয়াসকে দিয়ে প্রথম গোল করানোর পর দলের হয়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলও করলেন।  চোটের ছাপ দেখা যায়নি ম্যাচে। তিতে তাকে খেলালেন অনেকটা সময়। ম্যাচ শেষে নেইমার বললেন, 'আমি অ্যাংকেলে কোনো ব্যথা টের পাইনি। পারফরম্যান্সও ভালো ছিল, সব মিলে আমি খুশি। চোট পাওয়ার পর কঠিন কয়েকটা রাত গেছে। একটা সময় মনে হচ্ছিল আমি বোধ হয় আর বিশ্বকাপে খেলতে পারব না। তবে সতীর্থেরা, পরিবার থেকে সমর্থন পেয়েছি। আর আমার জন্য বিশ্বজুড়ে সব ভক্তেরা আশীর্বাদ করেছেন, সেটা কাজে এসেছে।'