• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কেন পার পেলেন রোনালদো ?

    কেন পার পেলেন রোনালদো ?    

    ম্যান সিটির সঙ্গে ম্যাচের তখন ৬৪ মিনিট। ফার্নান্দোর আত্মঘাতী গোলে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময় কর্নার পেল রিয়াল। টনি ক্রুসের কিক থেকে দারুণ এক হেডে করলেন গ্যারেথ বেল, কিন্তু সেটা ক্রসবারে লেগে ফিরে এলো। ফিরতি বলটা পেপে পেলেন, হাওয়ায় একটা ক্রসও করলেন। সবাইকে অবাক করে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো লাফিয়ে হাত দিয়ে বলটা জালে জড়িয়ে দিলেন! যদিও অফসাইডের বাঁশি বাজায় গোলটা আগেই বাতিল হয়ে গিয়েছিল।

     

    ম্যাড়ম্যাড়ে ম্যাচে রোনালদোর এই কাণ্ড নিয়েই এখন কথা হচ্ছে। কিন্তু অমন কেন করেছিলেন সি আর সেভেন ? ফুটবল খেলতে খেলতে হঠাৎ করে কি বাস্কেটবল খেলার শখ হয়েছিল তাঁর? হাত দিয়ে যেভাবে গোল দিতে চেয়েছেন, তাতে তো তাঁর হলুদ কার্ড দেখার কথা। রেফারিই বা সেটি দেখাননি কেন ?

     

    পরে রোনালদো রেফারির কাছে ব্যাখ্যা করেছেন, পেপের ওই ক্রসের সময়ই তিনি বুঝতে পেরেছিলেন, তিনি আসলে অফসাইডে আছেন। রেফারির বাঁশিও তখনই শুনতে পেয়েছিলেন। সে কারণেই ঐ “হ্যান্ড অব গড”। রেফারিও রোনালদোর “রসিকতা” বুঝতে পেরেছিলেনে। তাই হলুদ কার্ড আর দেখাননি। শেষ পর্যন্ত ওই ম্যাচটা ১-০ গোলে জিতেছে রিয়াল।