• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    দেশমের সরল স্বীকারোক্তি, ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ভাগ্য সহায় ছিল

    দেশমের সরল স্বীকারোক্তি, ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ভাগ্য সহায় ছিল    

    ইংল্যান্ডের আশা ভেস্তে দিয়ে ১৯৯৮ সালের ব্রাজিলের পর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। সেই সাথে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম সরল মনে মেনে নিয়েছেন যে তারা কিছুতা সৌভাগ্যবান ছিলেন। অলিভিয়ের জিরুর গোলে এগিয়ে যাওয়ার পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। এর আগেই পেনাল্টি থেকে প্রথম গোল দেওয়া হ্যারি কেইন তার দ্বিতীয় গোলের খোঁজে এগিয়ে এলেও পেনাল্টি আকাশে ভাসিয়ে মারেন। সেই সাথে সেমি-ফাইনালের টিকেটটাও পেয়ে যায় ফ্রেঞ্চরা। ম্যাচে এরকম বেশ কিছু সুযোগ পেয়েও ইংল্যান্ড হাতছাড়া করার দিকেই তাই দেশমের ইঙ্গিত।

    জয়ের পর সংবাদ সম্মেলনে দেশম বলেন, "আমাদের জন্য এটা বড় ম্যাচ ছিল। তো জয়টার অনুভূতি দারুণ। জয়টাও এল দুর্দান্ত এক ইংল্যান্ড দলের সাথে, যারা শারীরিকভাবেই নয় কৌশলগত দিক দিয়েও শক্তিশালী।"

    "আরও একবার শেষ চারে পৌঁছাতে পেরে খেলোয়াড়েরা তো উচ্ছ্বসিত। এরকম মুহূর্তগুলোতে মনে হয় ইশ যদি সময়টা এখানেই থমকে থাকতো! কিন্তু হ্যাঁ, আজ রাতটা আমরা উদযাপন করেই কাটাবো। আমরা দুইটা পেনাল্টি দিয়ে বসেছিলাম, তাই বলতেই হচ্ছে ভাগ্য আজ আমাদের সহায় ছিল। আমরা আমাদের সর্বোচ্চ নিংড়ে দিয়েই পরে লিড ধরে রেখেছি।"

    ভাগ্য যে প্রতিদিন সদয় হবে না সেটাও মাথায় রাখছেন দেশম। মরক্কোর সাথে সেমিফাইনালটা তাই কোনোভাবেই হালকা করে দেখতে চাচ্ছেন না তিনি। সেই সাথে মরক্কোর প্রতি তার সম্মানের কথাও জানাতে ভুলেননি তিনি, "আমরা পরের ম্যাচের জন্য পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিব। মরক্কোকে সাধুবাদ জানাতেই হবে। তাদের হয়তো এখানে কেউ আশাই করেনি। কিন্তু যেই দল পুরো টুর্নামেন্টে মোটে এক গোল খেয়েছে সেই দল যে এখানে থাকবে সেটা এমন কোনও অবাক হওয়ার মত বিষয়ও নয়।"