• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    বিশ্বকাপে আর রেফারি হিসেবে থাকছেন না লাহোজ

    বিশ্বকাপে আর রেফারি হিসেবে থাকছেন না লাহোজ    

    আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের পর রেফারিকে নিয়ে অভিযোগের শেষ ছিল না দুই শিবিরেই। রেফারি অ্যান্টনি ম্যাতেও লাহোজ তো বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ কার্ড দেখানোর রেকর্ড করে বসেছেন। রেফারিকে নিয়ে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন মেসি, এমি মার্টিনেজরা। সেসব অভিযোগের পর ফিফা অনুসন্ধানের পর সিদ্ধান্ত নিয়েছে লাহোজকে বাড়ি পাঠানোর।

    লাহোজকে যাতে গুরুত্বপূর্ণ আর কোনও ম্যাচে রেফারির দায়িত্ব না দেওয়া হয় মেসির দাবী ছিল সেটাই, “ আমি রেফারিকে নিয়ে সাধারণত কথা বলি না কারণ কিছু বললেই নিষেধাজ্ঞা বা শাস্তি আমাদেরই পেতে হয়। কিন্তু লোকজন তো দেখলই কী হয়েছে। ফিফার অবশ্যই বিষয়টা খতিয়ে দেখা দরকার। এরকম একটা ম্যাচে আপনারা কোনোভাবেই এই রেফারিকে দায়িত্ব দিতে পারেন না। এরকম একটা ম্যাচে রেফারিও এতো ভুল করলে সেটা মেনে নেওয়া কঠিন হয়ে যায়।”

    অধিনায়কের সাথে গলা মিলিয়েছিলেন পেনাল্টি শুট আউটের নায়ক এমি, “সে অতিরিক্ত দশ মিনিট সময় দিল কোনও কারণ ছাড়াই। বক্সের বাইরে সে ক্রমাগত ফ্রি-কিক দিয়েই যাচ্ছিল। দুই তিন বারের মত একই কাজ করেছে সে। দেখে মনে হচ্ছিল যেন ডাচরা যেন গোলের দেখা পায় সেটার বন্দবস্ত করতে উঠেপড়ে লেগেছে সে। একেবারে অকর্মার ঢেঁকি এই রেফারি। আশা করবে তাকে ভবিষ্যতে আর দেখা যাবে না।

    মেসিদের অভিযোগ তাই কাজেই দিয়েছে বলে মনে হচ্ছে। লাহোজকে তাই বিশ্বকাপের বাকি অংশ দেখতে হবে ঘরে বসেই।