• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    আরেকটু হলেই এয়ারপোর্টে যাওয়ার বাস মিস করে বসেছিলেন রিচার্লিসন!

    আরেকটু হলেই এয়ারপোর্টে যাওয়ার বাস মিস করে বসেছিলেন রিচার্লিসন!    

    ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর ব্রাজিলের একাধিক খেলোয়াড়কে মাঠেই ভেঙে পড়তে দেখা গিয়েছে। নেইমারের অশ্রুসজল চাহনি তো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু ব্রাজিলিয়ান সমর্থকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। নেইমারদের ব্যতিক্রম ছিলেন না রিচার্লিসনও। রিচার্লিসন এতোটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন যে আরেকটু হলে তাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার বাসেই উঠতে পারতেন না।

    হোটেলে আসার পর রিচার্লিসন দেখা পান বেশ কিছু হৃদয় চূর্ণ হওয়া সমর্থকদের। সেসব সমর্থকদের আহাজারি, আক্ষেপ তাকেও ছুঁয়ে গিয়েছিল। তাদের সান্ত্বনা দিতে গিয়েই আবারও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রিচার্লিসন। বাস যে এরই মধ্যে ছেড়ে গিয়েছে  সেই ঘোরে টেরই পাননি রিচার্লিসন।

    পরে বাস ধরলেও রিচার্লিসনের ভেতর থেকে অনুতাপটা একেবারেই যায়নি। ইন্সটাগ্রামে এক বার্তায় তিনি জানান, " এই যে এখন লিখতে বসেছি সেটার মত কঠিন কোনও লেখনীর সম্মুখীন আমি হয়নি। গতকালের ঘটনা এখনও আমার মাথা থেকে বের করতে পারিনি। ঘুমাতেও পারিনি। এতো কষ্ট পাচ্ছি বলে বুঝাতে পারব না। এই ক্ষতস্থান বোধহয় কোনদিনই শুকাবে না। শিরোপার জন্য আমাদের সামনে কত বড় সুযোগ ছিল সেটা আমরা জানি।"

    রিচার্লিসনের বাস আরেকটু হলে ধরতে না পারার ঘটনাটাই বলে দিচ্ছে এখনও ব্রাজিলের খেলোয়াড়েরা বিদায়ের সাথে ধাতস্থ হতে পারেনি।